কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:১৭ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'

বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান। ছবি : সংগৃহীত

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (০৭ অক্টোবর) বিবিসি বাংলায় দেওয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ কথা বলেন।

বিবিসির বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ৫ আগস্টে আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। গত এক বছর ধরে ভারতে সঙ্গে সম্পর্কে শীতলতা দেখা গেছে। বিএনপি সরকাপলে আসলে এ ক্ষেত্রে কোনো পরবর্তন আসবে কিনা বা পরিবর্তনের উদ্যোগ নেবেন কিনা।

জবাবে তারেক রহমান বলেন, তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সুতরাং, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।

এর আগে গতকাল তার সাক্ষাতকারের প্রথম পর্ব প্রচারিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে জানান। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। আর দল মনোনয়ন দেবে কি না, সেটাও দলের সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত নয়।

নিজের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নে তারেক রহমান বলেন, বিভিন্ন ধরনের শঙ্কার কথা তো অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

নিজেকে কখনো জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মনে করেন না উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তি নয়, এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ। নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, যেসব দলকে আমাদের সঙ্গে রাজপথের আন্দোলনে পেয়েছি, তাদের সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। সবার মতামতকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই।

আগামী নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে কাদের প্রাধান্য দেওয়া হবে সে প্রসঙ্গে তারেক রহমান বলেন, যার প্রতি জনসমর্থন আছে। যে জনসমর্থনকে তার সঙ্গে রাখতে পারে। জনগণের যার প্রতি সমর্থন আছে, সে রকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব।

আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ ফিজিক্যাল এবিলিটির ওপর কিছুটা হলেও নির্ভর করছে বলে জানান তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা পেলেন গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড ২০২৬

মেডেল নিয়েই বিদায়, এমবাপ্পের ইঙ্গিতে মাঠ ছাড়ল রিয়াল

গাড়ি থামিয়ে হামিমকে ডেকে কী কথা বললেন তারেক রহমান

দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

বাংলাদেশের ম্যাচ ঘিরে অচলাবস্থা, নতুন যে বিকল্প ভাবছে আইসিসি

জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, অংশ নিতে পারবেন না নির্বাচনে

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

বিকেলে ঢাকায় পৌঁছাবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন

১০

আইনজীবী আলিফ হত্যার পলাতক আসামি গণেশ গ্রেপ্তার

১১

হৃতিকের জন্মদিনে ব্যতিক্রমী পুনর্মিলন 

১২

ইরানের নেতারা ফোন করেছেন, তারা বৈঠকে বসতে চায় : ট্রাম্প

১৩

ইরানের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী : ট্রাম্প

১৪

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

১৫

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

ভোট এলেই প্রতিশ্রুতি, হয় না সমাধান

১৭

সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে ছোট্ট সিনেমা ‘মা মনি’

১৮

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

২০
X