কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জাগপার নতুন কর্মসূচি ঘোষণা

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, উভয়কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৭ দফা দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।

১৪ অক্টোবর সকাল ১১টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই দিন একই সময়ে দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন পালন করা হবে। ১৫ অক্টোবর জাগপার সব সাংঠনিক জেলা শহরে মানববন্ধন পালন করা হবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় জাগপা পল্টন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান উক্ত কর্মসূচি ঘোষণা করেন। ৭ দফা দাবি নিয়ে জাগপা এর পূর্বে প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় ১২ দিনের কর্মসূচি পালন করেছে। এবার তৃতীয় দফায় ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো জাগপা।

লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, শুধু স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, ভবিষ্যতে অনিশ্চয়তার মুখে পড়তে পারে। শুধু স্বাক্ষর নয়, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। একই সঙ্গে উক্ত আদেশের ওপর জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট আয়োজন করা হলে, জাতীয় নির্বাচন মুখ্য এবং জুলাই সনদের গণভোট গৌণ হয়ে যাবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে। কিন্তু এখনো পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনের গণহত্যা, লগি-বৈঠা গণহত্যার বিচার দৃশ্যমান হয় নাই। আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান হয় নাই। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কূটনৈতিক এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগের পদক্ষেপও দেখতে পাচ্ছি না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু হলেও আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি এবং ১৪ দল এখনো মুক্ত। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের মত তাদেরও বিচার করতে হবে।

জাগপা মুখপাত্র বলেন, আওয়ামী আমলে ভারতের সঙ্গে সম্পাদিত গোপন অসম সব চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিল করা প্রয়োজন। বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন আর দেখতে চায় না। দেশের মানুষ আর নতুন করে স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, লুটেরা সরকার চায় না। তাই নতুন বাংলাদেশ গড়তে, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপা সভাপতি শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার আগে যা ভাবতে বললেন নুর

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু রিমান্ডে

ভারতীয় নাগরিক জগদীশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের উদ্যোগে ‘পর্দা কর্নার’ চালু

ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল, উঠে এলো জরিপে

আহান পান্ডে ও অনীত পড্ডাকে নিয়ে প্রেমের গুঞ্জন

শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম চবি ক্যাম্পাস

চমেক হাসপাতালে হাজতির মৃত্যু

না ফেরার দেশে পাকিস্তানের প্রথম টেস্ট দলের শেষ জীবিত সদস্য

জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১০

আশুলিয়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

১১

‘নির্বাচনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর ব্যবস্থা’

১২

খাদ্য ফোরামে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাব

১৩

রাকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারপত্র : মাটিতে ফেললেই জন্মাবে গাছের চারা

১৪

হজ নিবন্ধনে সাড়া নেই, এখনো ফাঁকা ৭৫ হাজারের বেশি আসন

১৫

চাকসু নির্বাচন / জয়ের ধারা অব্যাহত রাখতে চায় শিবির, মরিয়া অন্যরাও

১৬

সালমান শাহর মৃত্যুর মামলার শুনানি শেষ, রায় চলতি মাসে

১৭

১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

১৮

নাগরিক দুর্ভোগ নিরসনে সিটি করপোরেশনে স্মারকলিপি দেবে বিএনপি

১৯

‘৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, আমাদের বাঁচার স্বপ্ন’

২০
X