

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রসংসদের প্রথম ভিপি অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় আজিজুর রহমান মোল্লা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে এই ৩১ দফার ভিত্তিতে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসনে ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করা হবে।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনিসহ উপজেলা বিএনপি, হোমনা পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন