সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দাবি আদায় করেই জনগণ ঘরে ফিরবে : বিপিপি

একদফার যুগপৎ আন্দোলন এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী। ছবি : কালবেলা
একদফার যুগপৎ আন্দোলন এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী। ছবি : কালবেলা

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী বলেছেন, দলীয় তথা শেখ হাসিনা সরকারের অধীনে আগামীতে এ দেশে আর কোনো নির্বাচন হবে না। জনগণ এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এ দাবিতে গণতন্ত্রকামী সব বিরোধী দল রাজপথে আন্দোলন করছে। জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। দাবি আদায় করেই তারা ঘরে ফিরবে।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগের গণফোরাম চত্বরে একদফার যুগপৎ আন্দোলন এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চাখারী বলেন, এ দেশে দুর্নীতিবাজদের বিচার হয় না। কিন্তু মিথ্যা মামলায় অন্যায়ভাবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রহসনের বিচার করেছে এই সরকার। বিচার বিভাগ আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের (মন্টু) সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, এই আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে প্রতিনিয়ত জনগণের সাথে মিথ্যাচার ও ধোঁকাবাজি করে যাচ্ছে। কোথাও আজ আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগকে ধ্বংস করে প্রশাসনকে আওয়ামী লীগ বানানো হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের বিরুদ্ধে এই সরকার যে অপকর্ম গত ১৫ বছরে করেছে- প্রত্যেকটি অপকর্মের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। এই বাংলাদেশের মাটিতে আবার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার হবে, সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে ক্ষমতার পরিবর্তন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আগামী দিনের বৃহত্তর আন্দোলনে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান গণফোরামের এই নেতা।

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের বলেন, গণতন্ত্র দিবসে এ দেশে কোনো গণতন্ত্র নেই। এ সরকারের বিরুদ্ধে কিছু বললেই জেল-জুলুম, হামলা-মামলা করা হয়। কারাগারগুলোতে ধারণক্ষমতার তিনগুণ কয়েদি বন্দি অবস্থায় আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাতিজাতুল কোবরার শিক্ষা জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এস আলমের দুর্নীতির খবর ছাপা হয় না, আর সরকারের বিরুদ্ধে কিছু বললেই প্রহসনের বিচার শুরু হয়। অবিলম্বে এই সরকারের পদত্যাগের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান বিপিপির এই নেতা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্রবিষয়ক সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, বিপিপির প্রেসিডিয়াম মেম্বার নাজমা আক্তার, হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. জসিম সরদার, শ্রমবিষয়ক সম্পাদক, মো. লিটন জোয়ার্দার প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১০

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১১

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১২

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৩

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৪

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৫

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৬

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৮

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৯

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

২০
X