

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তাসনিম জারা।
তাসনিম জারা জানান, সশরীরে কিংবা অনলাইনে ১০ হাজার টাকা মূল্যে আজকে থেকেই সংগ্রহ করা যাবে ফর্ম।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি অথবা জামায়াত যে কারও সঙ্গেই জোট সম্ভব।’
এ ছাড়া জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে ৯ দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান দলের শীর্ষ এই নেতা।
মন্তব্য করুন