সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে গণঅভ্যুত্থান ঘটানোর মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হওয়ায় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, সিনিয়র সহসভাপতি ডা. এম এ সেলিম, ডা. আবুল কেনান, ডা. একেএম মহিউদ্দিন ভুইয়া মাসুম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সহ-সভাপতি প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী মাহবুব আলম, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) কৃষিবিদ শফিউল আলম দিদার প্রমুখ। এ সময় পেশাজীবী নেতাদের মধ্যে প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী রাকিবুল হাসান চৌধুরী, ডা. গালিব হাসান, ডা. রাকিবুল ইসলাম আকাশ, ডা. লাবিদ রহমান, ডা. তানজিম রুবাইয়্যাত আফিফ, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, যে উদ্দেশ্য ও লক্ষ্য এবং বিশ্বাস নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন সেটা যেন ঠিকভাবে পালন করতে পারি সবাই দোয়া করবেন। আমি কিন্তু ভারপ্রাপ্ত দায়িত্বে আছি। আমানউল্লাহ আমান কারামুক্ত হলেই আমিও দায়িত্বমুক্ত হবো। ভুল হলে শুধরে দেবেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একদফা আন্দোলনের কর্মসূচি দিবেন সেগুলোতে সর্বাত্মকভাবে সফল করতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থান তৈরি করার কোনো বিকল্প নেই। আজকে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। সবাই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তবেই গণঅভ্যুত্থান সৃষ্টি হবে এবং এই সরকারের পতন ঘটানো সম্ভব হবে ইনশাআল্লাহ।
এ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, ডা. ডোনারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা শুধু তার একার নয় এটা আমাদের সব পেশাজীবীদের দায়িত্ব। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাবের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন, পেশাজীবী নেতৃবৃন্দ বিশেষ করে প্রকৌশলীরা অতীতের মতোই মাঠে থাকবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শুধু নয়, বিএনপির সব কর্মসূচি পালন করে যাবে।
বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে লক্ষ্যে ডা. ফরহাদ হালিম ডোনারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন তা যেন তিনি যথাযথভাবে পালন করতে পারেন আমরা পাশে থাকব। সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, আজকে বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে চলমান এক দফা আন্দোলনে এমন এক পর্যায়ে ডা. ডোনারকে দায়িত্ব দিয়েছেন যা যথোপযুক্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত যে সঠিক সেটা বাস্তবায়ন করতে হলে আমাদের পেশাজীবীদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডা. ফরহাদ হালিম ডোনারের হাতকে আরও শক্তিশালী করতে হবে। তবেই আমরা দাবি আদায়ে সফল ও সক্ষম হবো ইনশাআল্লাহ।
মন্তব্য করুন