শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরকে সাক্ষাতের অনুরোধ করে ভারতের দূতাবাস, ডা. তাহেরের দাবি

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত
সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ থাকাকালে তার সঙ্গে সাক্ষাৎ চেয়ে ভারতীয় দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়েছিল বলে দাবি করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি আরও বলেন, অসুস্থ একজন মানুষকে দেখতে চাওয়ার অনুরোধে সম্মতি দেওয়া হলেও, সেখানে কোনো ধরনের আনুষ্ঠানিক বৈঠক হয়নি।

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি নির্বাচনে একটি অভিযোগ উঠে আসে, বাংলাদেশের নির্বাচন বহিঃশক্তির দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়।

আগামী নির্বাচনে এ ধরনের প্রভাব আছে কি না এবং সম্প্রতি ভারতের সঙ্গে জামায়াতের কোনো বৈঠক হয়েছে বলে শোনা যাচ্ছে, এ বিষয়ে তাহের বলেন, আমাদের দেশে তো একটা ইনভলভমেন্টের চেষ্টা সব সময় হয়ে থাকে এবং সেটা খুব ভিজিবল হয় না। আমাদের কাছে এমন কোনো প্রুফ নেই। কিন্তু কালচারালি যেটা অতীতে আমরা দেখছি, সে রকম একটা সম্পর্ক থাকে।

বৈঠক বিষয়ে সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ভারতের সঙ্গে জামায়াত আমিরের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তিনি যখন অসুস্থ ছিলেন, তখন বহু দেশের রাষ্ট্রদূত তাকে দেখতে এসেছিলেন। ভারতীয় দূতাবাস থেকেও অনুরোধ করা হয়েছিল যে তারা জামায়াত আমিরকে দেখতে যাবেন, কারণ তিনি অসুস্থ। আমরা এটাতে একমত হয়েছি। এখানে অসুস্থ লোককে দেখার জন্য বাধার কিছু নেই।

তিনি বলেন, কোনো ধরনের আনুষ্ঠানিক বৈঠক হয়নি। যারা এসেছিলেন, তারা রিকোয়েস্ট করেছিলেন, এটা যেন পাবলিক না হয়। আমরা সেই রিকোয়েস্ট মেনটেন করেছি। অ্যান্ড নাথিং মোর দেন।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে কি না, এমন প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা কথা বলেছি, যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) যারা ভায়োলেট করবে, যেমন কোনো কোনো নেতারা সফরের সংবাদ আমরা পাচ্ছি।

তো সেখানে ২১ জানুয়ারির আগে তো ওইভাবে রাজনৈতিক সফর বা নিজের মার্কা নিয়ে সফর করার কোনো সুযোগ নেই। আমরা এসব ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা দেখি ইলেকশন কমিশন কী করে।

সম্প্রতি জামায়াতের আমিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনের সাক্ষাতের বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১০

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১১

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১২

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৩

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৪

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৫

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৬

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৭

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৮

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৯

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

২০
X