কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় নয়াবাজারের পরিবর্তে ধোলাইখালে সমাবেশ করবে বিএনপি

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

একদফা দাবিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগরের নয়াবাজারে পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। তবে অনিবার্য কারণে নয়াবাজারের পরিবর্তে ধোলাইখালে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এ বিষয়টি অবহিত করে এবং ধোলাইখালে সমাবেশের অনুমতি চেয়ে শনিবার ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পাঁচটি রোডমার্চসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।

কর্মসূচি সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন শুরু করেছি। আমরাসহ অনেক রাজনৈতিক জোট ও দল যুগপৎ আন্দোলন সফল করার লক্ষ্যে কতগুলো কর্মসূচি হাতে নিয়েছি। জোট ও দলগুলো নিজেরা নিজেদের অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে।

কর্মসূচিতে যা আছে : টানা কর্মসূচির আওতায় পাঁচটি রোডমার্চ করবে বিএনপি। এর মধ্যে ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে সিলেট (সিলেট বিভাগ), ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী (বরিশাল বিভাগ), ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ (ময়মনসিংহ বিভাগ) এবং ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম (কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগ)।

ঢাকায় হবে কয়েকটি সমাবেশ। এগুলোর মধ্যে হবে ১৯ সেপ্টেম্বর জিঞ্জিরা/কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে, ২২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী ও উত্তরায় কর্মসূচি পালন করে। এ ছাড়া ২৫ সেপ্টেম্বর নয়াবাজার ও আমিনবাজার, ২৭ সেপ্টেম্বর গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায়। ঢাকায় ২৬ সেপ্টেম্বর পেশাজীবী কনভেনশন, ২৯ সেপ্টেম্বর নারী সমাবেশ, ৩০ সেপ্টেম্বর শ্রমজীবী সমাবেশ এবং ২ অক্টোবর কৃষক সমাবেশ হবে।

প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠনের ‘একদফা’ দাবিতে গত ১২ জুলাই বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, এনডিএম ও লেবার পার্টি যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামে। এ পর্যন্ত যুগপৎভাবে তারা ঢাকায় মহাসমাবেশ, ঢাকার প্রবেশপথে অবস্থান, গণমিছিল, কালো পতাকা মিছিল, পদযাত্রা ইত্যাদি কর্মসূচি পালন করেছে। সবশেষ গত ১৪ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী 

মনোনয়নপত্র জমার সুযোগ পেয়ে যা বললেন হিরো আলম

কখন ডিম খেলে বেশি উপকার পাওয়া যায়, যা বলছেন বিশেষজ্ঞরা

অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট হলেন রুয়েট উপাচার্য

সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ : ডিআইজি রেজাউল

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পীসহ ছয়জন নিহত

প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন ১ স্বতন্ত্র প্রার্থী

সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ : রুমিন ফারহানা

১০

খুলনায় সিআইডি অফিসে আগুন, পরে এসি বিস্ফোরণ

১১

১৫ দিন পর দাদির জিম্মায় ঘরে ফিরল শিশু আয়েশা

১২

সিভাসুর নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল হক

১৩

সুরকন্যা আহমাদ মায়ার পিএইচডি ডিগ্রি লাভ 

১৪

এখনো ১০ টাকায় চিকিৎসা মেলে রিকশাচালক জয়নালের হাসপাতালে

১৫

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য জানাল অধিদপ্তর

১৬

জবি স্টাফ বাসে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তার বাকবিতণ্ডা

১৭

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, হাসিনা-জয়ের অব্যাহতি চায় পিবিআই

১৮

পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, ১০ জনের যাবজ্জীবন

১৯

পাবলিক বা ফ্রি ওয়াইফাই ব্যবহার কতটা নিরাপদ? জানুন

২০
X