বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক নোংরামি করা হচ্ছে বলে অভিযোগ করে অবিলম্বে তা বন্ধ করে উন্নত চিকিৎসার জন্যে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বিএনপিপন্থি চিকিৎসকদের এই সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার জীবনে অনাকাঙ্ক্ষিত কোনো অঘটনা ঘটলে তার দায় সরকারকেই বহন করতে হবে।
আজ শুক্রবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এসব কথা বলেন।
বিবৃতিতে ড্যাব নেতৃদ্বয় বলেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকার নিষ্ঠুর আচরণ করছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন তারা।
তারা বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন যখন বিপন্ন, তখন সরকারের মন্ত্রীরা আইনের বানোয়াট ব্যাখ্যা দিয়ে তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছেন। তারা (ড্যাব) মনে করেন- চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে পাঠানোতে আইন কোনো বাধা নয়, সরকারের সদিচ্ছাই যথেষ্ট। সাজা স্থগিত করে সাময়িক মুক্তির সরকারি যে আদেশ জারি করা হয়েছে তাতে দেওয়া শর্ত তুলে নিলেই যে কোনো মুহূর্তে তাকে বিদেশে পাঠানো সম্ভব। তা না করে সরকার তাদের ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে খালেদা জিয়ার জীবনকে ব্যবহার করছে বলে যে অভিযোগ উঠেছে- তা অত্যন্ত নির্মম ও অমানবিক।
তারা আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান অতুলনীয়। তিনি কেবল সাবেক সফল প্রধানমন্ত্রীই নন, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধানের স্ত্রী। মহান মুক্তিযুদ্ধের ঘোষক ও সেক্টর কমান্ডারের সহধর্মিণী। দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই ড্যাবের চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার জীবনের সংকটাপন্ন অবস্থায় সরকারের নিষ্ঠুর আচরণে মর্মাহত ও গভীরভাবে উদ্বিগ্ন। তারা (ড্যাব) বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে হাসি-তামাশা বন্ধ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ড্যাব নেতৃদ্বয় হুঁশিয়ারি দিয়ে বলেন, সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে, ইনশাআল্লাহ।
মন্তব্য করুন