কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১১:৩০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

গোলাম মাওলা রনিকে বেয়াদব বললেন আহমদ হোসেন

বাঁ থেকে আহমদ হোসেন ও গোলাম মাওলা রনি। ছবি : সংগৃহীত
বাঁ থেকে আহমদ হোসেন ও গোলাম মাওলা রনি। ছবি : সংগৃহীত

রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে বেয়াদব বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টক শোতে এ কথা বলেন তিনি।

টক শোতে আহমদ হোসেন বলেন, বিএনপি গবেষণা সেল বলতে কিছু আছে কিনা আমি জানি না। হ্যাঁ গবেষণা হচ্ছে। যারা গবেষক তারা হচ্ছেন উগ্রবাদ। ওখানে গবেষণা হচ্ছে কীভাবে শেখ হাসিনাকে উৎখাত করা যায়, আওয়ামী লীগকে কীভাবে ক্রাস করা যায়, কীভাবে পাকিস্তানি ধারাকে ফিরিয়ে আনা যায়, জিন্নাহ টুরেশন থিওরি কীভাবে সাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তর করা যায়, আগামীতে বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের কত নেতাকে ফাঁসি দিতে হবে, শেখ হাসিনার বংশকে কীভাবে ধ্বংস করা যায়।

রনিকে উদ্দেশ করে তিনি বলেন, রনি সাহেব যে বললেন প্রধানমন্ত্রী অপরিপক্ব, এটা বেয়াদবির চরম সীমা। যার হাতে তিনি নৌকা নিয়ে এমপি হয়েছেন তাকেই বলছেন অপরিপক্ব। কত বড় বেয়াদব ও অশালীন কথা হতে পারে। উনি অপরিপক্ব বলে যে বেয়াদবি করেছেন সেটার চিন্তাও আমাদের করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের কাকে কেয়ার করে? তিনি শুধু জনগণকে কেয়ার করে আর কাউকে না।

এমন অভিযোগের বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, যারা ক লিখতে কলম ভাঙে ১০টা, এসব মানুষ (আহমদ হোসেনকে উদ্দেশ করে বলেন) আওয়ামী লীগের নেতৃতে আসার পর আজ এই অবস্থা। শেখ হাসিনা বিপদের মধ্যে। আমি বক্তব্য দিয়েছি যে কতগুলো অপরিপক্ব রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে সব অপরিপক্ব সিদ্ধান্ত শেখ হাসিনা নেন না। ব্যাংক চুরির সিদ্ধান্ত শেখ হাসিনা নেন না, এই যে আহমদ হোসেনের নেতৃতে যে কমিটি হয় সেখানে যদি কেউ টাকা-পয়সা নিয়ে থাকে তাহলে সেই সিদ্ধান্ত শেখ হাসিনা নেন না। সারা বাংলাদেশে ছাত্রলীগের বিরুদ্ধে যে অপকর্মের অভিযোগ এসেছে সেটা আহমদ হোসেনদের মতো লোকজনই করেছে, শেখ হাসিনা করেন নাই।

তিনি বলেন, শেখ হাসিনাকে প্রতিটি লোক কথায় কথায় হিমালয়ে উঠিয়ে নিচে থেকে বাঁশ দেয়। আজ থেকে ১০ বছর আগে যেসব মানুষ ভাত খেতে পারত না তাদের এখন ধানমন্ডি গুলশানে বাড়ি ও গাড়ি একটার পর একটা।

শেখ হাসিনার প্রতি এখনো আপনার গভীর আস্থা আছে কিন্তু বাকিদের জন্য সরে গেছেন- টক শোর উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে রনি বলেন, আল্লাহ যখন কাউকে দেশের প্রধানমন্ত্রী বানান সে যেই হোক না কেন তার প্রতি আল্লাহর একটা হুকুম থাকে। এখন শেখ হাসিনা যে চেয়ারে আছে সেই চেয়ারের মর্যাদা দেওয়া সবার কর্তব্য।

গোলাম মাওলা রনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপিতে যোগদান করেন। এরপর থেকে যে কোনো ইস্যুতে আলোচনায় থাকেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১০

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১১

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১২

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৩

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৪

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৫

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৬

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৭

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৮

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৯

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

২০
X