আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। আজ তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল।
রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরের স্বর্ণখোলা হরিজন কলোনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে উপহারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় চাঁদপুরের সকল মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
সুজিত বলেন, ধর্ম যার যার উৎসব সবার শেখ হাসিনার এই স্লোগান আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে। চাঁদপুরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষ আমরা একসাথে মিলে মিশে ধর্মীয় উৎসব পালন করতেছি। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। আমাদের ভাতৃত্বের বন্ধন অটুট থাকবে সবসময়।
তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। সেই স্বাধীনতা রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সুজিত বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার। সকলে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে চাই।
চাঁদপুর স্বর্ণখোলা হরিজন কলোনির দুর্গাপূজা কমিটির সভাপতি রাজু হরিজনের সভাপতিত্বে, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
মন্তব্য করুন