একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিরোধী দলসমূহের তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর কাজলা ব্রিজসংলগ্ন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে যুগপতের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পূর্ব এলডিপির সভাপতি মো. সোলাইমানের নেতৃত্বে দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলালসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আওরঙ্গজেব বেলাল বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে এই অবরোধ কর্মসূচি পালন করছে। দু-একজন আওয়ামী লীগের লোক ছাড়া কেউ রাস্তায় গাড়ি বের করেনি। আমাদের এই আন্দোলনে সর্বস্তরের জনগণের সমর্থন রয়েছে। ইনশাআল্লাহ আমরা সফল হব। শেখ হাসিনা সরকারের পতন এখন সময়ের ব্যবধান মাত্র বলেও জানান তিনি।
মন্তব্য করুন