আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হওয়ায় পরিকল্পিতভাবে সহিংস-ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিরোধী শক্তিকে প্রতিহত করতে চায় বলে অভিযোগ করেছেন যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এ অভিযোগ করেন তিনি।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির সমর্থনে পুরানা পল্টন এলাকায় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন, হাউজ বিল্ডিং, বায়তুল মোকাররম, ক্রীড়া পরিষদ হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ডা. ইরান বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিএনপিসহ বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করেছে। দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথে নেমে আসায় পরিকল্পিতভাবে সহিংস-ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিরোধী শক্তিকে প্রতিহত করতে চায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া তারা ঘরে ফিরে যাবে না।
তিনি বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে শান্তিপূর্ণভাবে রেলপথ, সড়কপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহবান জানান।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ-সম্পাদক রাসেল সিকদার, কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, দপ্তর সম্পাদক মো. শামিম হোসেন।
মন্তব্য করুন