কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী কোনো তামাশা হতে দেওয়া হবে না : গণতন্ত্র মঞ্চ

মিছিল শেষে বক্তব্য রাখছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
মিছিল শেষে বক্তব্য রাখছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ।

আজ রোববার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুরানা পল্টন থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে ঘুরে পুরানা পল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে আর কোনো নির্বাচনী তামাশা হতে দেওয়া হবে না। দেশের এই রকম অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের তথাকথিত ‘সংলাপ’ নামের চা-আড্ডার নিন্দা জানান নেতৃবৃন্দ।

তারা বলেন, জনগণের ভোটের গণতান্ত্রিক অধিকার নিয়ে সরকার ও সরকারি দলকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে মানুষের অধিকার হরণ করে রাখা যাবে না। বিশেষ কোনো স্বার্থান্বেষী কোটারি গোষ্ঠী ও মাফিয়াদের স্বার্থে দেশ ও জনগণকে জিম্মি হতে দেওয়া যাবে না।

নেতৃবৃন্দ বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলন সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে এখন ষড়যন্ত্র ও মিথ্যার আশ্রয় নিয়েছে। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ভিডিও, গুজব, মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে প্রচার করে গণতন্ত্র মঞ্চের আন্দোলনকেও দমন করার চেষ্টা করছে। তারা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।

মঞ্চের নেতৃবৃন্দ আরও বলেন, গত ২৯ অক্টোবর থেকে হরতাল-অবরোধ কর্মসূচিতে শান্তিপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের চূড়ান্ত অনাস্থা ব্যক্ত করেছে। দমন-পীড়নের মধ্য দিয়ে সরকার এখন গদি রক্ষার শেষ চেষ্টা করছে। কিন্তু এবার দেশের মানুষ এই সরকারকে বিদায় দিতে মরিয়া।

তারা বলেন, অচিরেই গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে এই সরকার বিদায় হবে। নেতৃবৃন্দ চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন এগিয়ে নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

আগামীকাল সোমবার (৬ নভেম্বর) অবরোধের শেষে বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি, সংঘর্ষে পুলিশসহ আহত ৫

ইরাক থেকে প্রচুর তেল নিচ্ছে চীন-ভারত

‘রোহিত-বিরাটের বিদায়ের পিছনে দায় গম্ভীরের’

৫ কোটি টাকার অবৈধ সম্পদ, এনবিআরের সদস্য বেলালের নামে দুদকের মামলা

ঢাকার আদালতে ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস

আ.লীগ নেতার হিমাগারে সেফটি পিন ফুটিয়ে তিন ভাইবোনকে নির্মম নির্যাতন

ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের হস্তক্ষেপের প্রমাণ আছে : আমিনুল হক

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ স্টাফ কারাগারে

ধান গবেষণা ইনস্টিটিউটে কাজের সুযোগ, আবেদন যেভাবে

পাকিস্তানের কাছে উন্নত ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১০

ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানে অলআউট বাংলাদেশ

১১

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১২

সাবেক এমপি বুবলীসহ ১৭ জন রিমান্ডে

১৩

ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা শামীমা ও সহযোগী গ্রেপ্তার

১৪

বেনাপোল কাস্টমসের সাবেক কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা

১৫

নখকুনি কেন হয়? ঘরোয়া উপায়ে সারাবেন যেভাবে

১৬

১৮ জেলায় রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসই টেক ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

১৮

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত

১৯

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

২০
X