বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো আহূত দেশব্যাপী চলমান দ্বিতীয় দফার টানা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে আজ (সোমবার) দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের নেতৃত্বে অবরোধের সমর্থনে শান্তিনগর মোড় থেকে মালিবাগ মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়।
এতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির নয়াপল্টনস্থ মহাসমাবেশে হামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রোববার (০৫ নভেম্বর) সকাল থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি শুরু হয়, যা চলমান।
মন্তব্য করুন