সিলেট বিভাগ জাতীয়তাবাদী আইন সহায়তা সেলের আইনি সহযোগিতা পেলেন সুনামগঞ্জ বিএনপির ১০ নেতাকর্মী।
বুধবার সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক রাকাব উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম চৌধুরী, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়াসহ ১০ জনের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে ২ দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন।
বিএনপি নেতাকর্মীদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সিলেট বিভাগ আইন সহায়তা সেলের সুনামগঞ্জ জেলার আইন সহায়তা প্রতিনিধি অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপনসহ সিনিয়র আইনজীবীরা।
এদিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা রাজনৈতিক পথেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছে আইন সহায়তা সেল, সিলেট বিভাগ। সেলের তত্ত্বাবধায়ক রফি আহমদ চৌধুরী বলেন, বিএনপিসহ ও প্রগতিশীল গণসংগঠনগুলোর নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে গণআন্দোলন থামানো যাবে না।
মন্তব্য করুন