আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি জোট এবং সরকারবিরোধী জোট পাল্টাপাল্টি কর্মসূচির মধ্য দিয়ে এখন মুখোমুখি অবস্থান গ্রহণ করেছে। ফলে দেশে সংঘাত, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সংকট উত্তরণে ইসলামী বিধানে দেশ পরিচালনা ছাড়াও ৩ দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ।
শনিবার (১১ নভেম্বর) সকালে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ূন কবীর এই তিন দফা ঘোষণা করেন।
কর্মসূচিসমূহ হলো-
এক. দেশে চলমান সংঘাত ও সংঘর্ষ থেকে বাঁচতে দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত, দুই. প্রশাসনকে চিঠি প্রদান, তিন. ঢাকায় ৫টি পথসভা ও ১৬ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দিতে কুশিয়ারা খানবাড়ী বালুর মাঠে বিশেষ সভা। এসব কর্মসূচি আগামী ১৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পালন করা হবে। এ সময় ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি জোট এবং সরকারবিরোধী জোট এক ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি অবস্থান নিয়েছে। ফলে জাতীয় জীবনে চরম হতাশা ও দুর্দশা নেমে এসেছে। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা। এসবের মূল কারণ হচ্ছে- আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের পরিবর্তে মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় প্রতিষ্ঠিত মানবরচিত ব্যবস্থা ত্যাগ করে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের আইন-বিধান গ্রহণ করাই মুক্তির একমাত্র উপায়। সেই লক্ষ্যেই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী সমাজ।
সরকারি জোট এবং সরকারবিরোধী জোটসহ সব রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে ইসলামী সমাজের এই আমির বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে মানবরচিত ব্যবস্থা পরিহার করে হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে মহান আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসুন। এতে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং পরকালেও নাজাতের ব্যবস্থা হবে।
এ সময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠায় ঈমানি, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিন, বিভাগীয় দায়িত্বশীল- মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, মো. নুরুদ্দিন, মুহাম্মাদ আলী জিন্নাহ, মো. আজমুল হক, মো. সেলিম মোল্লা, হাফিজুর রহমান, আসাদুজ্জামান বুলবুল, মোহাম্মাদ আবু বকর সিদ্দীক ও সাইফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন