কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শর্তহীন সংলাপের পক্ষে জাপাও

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার (নভেম্বর) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেওয়া চিঠি তুলে দেন মার্কিন রাষ্ট্রদূত। মূলত এই চিঠি দেওয়ার জন্যই রাষ্ট্রদূত এসেছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

চিঠিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা উল্লেখ করে বলা হয়েছে, আমরা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু দেখতে চাই। সব দলের অংশগ্রহণে এ নির্বাচন নিয়ে কোনো বিতর্ক চাই না। এ ব্যাপারে জাতীয় পার্টির সহযোগিতা ও ভূমিকা কামনা করা হয়েছে চিঠিতে। পাশাপাশি তিন দলকে দ্রুত সময়ের মধ্যে শর্তহীন সংলাপের তাগিদ দেওয়া হয়েছে চিঠিতে। এ ব্যাপারে জাপা বলেছে, তারাও সংলাপের পক্ষে। সংলাপের মধ্য দিয়ে চলমান রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে বলে মনে করে দলটি।

চিঠির কথা স্বীকার করে বৈঠকে অংশ নেওয়া জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু কালবেলাকে বলেন, একই চিঠি আওয়ামী লীগ ও বিএনপিকে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। চিঠিতে তারা সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে উল্লেখ করেছে। আমরা বলেছি, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের চাওয়া জাপারও।

চুন্নু বলেন, নির্বাচন কীভাবে হবে এ বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। বিদেশিরা আমাদের নিজস্ব বিষয়ে কথা বলার অধিকার রাখে না। কিন্তু আমেরিকা আমাদের দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার, তাদের দেশে আমাদের গার্মেন্টস সেক্টরের বিরাট বাজার রয়েছে। এ জন্য শুভাকাঙ্ক্ষি হিসেবে তাদের চিন্তা, মতামত ও চাওয়া অনেক সময় গ্রহণ করতে হয়, বা গুরুত্ব দিতে হয়। উপযুক্ত পরিবেশ নিশ্চিত হলে জাপা নির্বাচনে অংশ নিবে বলেও জানান তিনি। জাতীয় পার্টি চায় সব দল নির্বাচনে আসুক, সবাই যেন ভোট দিতে পারে। মার্কিন সরকার হয়তো ফেয়ার নির্বাচনের জন্য জাপার সহযোগিতা চাওয়ার বিষয়টি ভাবতে পারে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে জাপা মহাসচিব আরও বলেন, সম্প্রতি বিভিন্ন উপনির্বাচনে খুব খারাপ অভিজ্ঞতা রয়েছে আমাদের। এই বিবেচনায় দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে অনুষ্ঠিত উপনির্বাচনে আমরা সিল মানতে দেখেছি। সরকার ও নির্বাচন কমিশন চাইলে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারে।

দীর্ঘ ৪০ মিনিট বৈঠকের কথা উল্লেখ করে চুন্নু বলেন, আমরা ভোটে যাব কি যাব না, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নিজস্ব বিষয়ে কোনো কথা হয়নি। দলের বক্তব্য হলো, সবার ভোটের অধিকার নিশ্চিত হলে আমরা নির্বাচনে অংশ নেব।

জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মাওলা কালবেলাকে বলেন, মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে বলেছেন কোনো রাজনৈতিক দলের প্রতি আমাদের বিশেষ কোনো অবস্থান নেই। সব দল আমাদের কাছে সমান। তিনি রাজনৈতিক সংকট সমাধানে দ্রুত আওয়ামী লীগ, বিএনপি ও জাপাকে সংলাপে বসার তাগিদ দেন। মার্কিন রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দিতে চেয়েছেন, সংলাপই রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ। এ ব্যাপারে জাপার পক্ষ থেকে জানানো হয়েছে, আমরাও সংলাপের পক্ষে সহমত। জাপা বিশ্বাস করে, সংলাপ সব সংকট দূর করতে পারে। তা ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমরা বলেছি, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরেকটু সময় লাগবে।

বৈঠকে অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, জাপা চেয়ারম্যানে বিশেষ দূত মাশরুর মাওলা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগির শুরু হবে ঢাকা-পাবনা রেল চলাচল

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৮ জন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

যশোরে চিকিৎসাধীন বিএনপি নেতার মৃত্যু

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

১১

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

১৬

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১৮

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৯

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X