শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সেই ব্যবসায়ীর মৃত্যুতে নুরুদ্দিন অপুর শোক

শরীয়তপুরে দুর্বৃত্তদের হামলায় আহত খোকন চন্দ্র দাসদে দেখতে হাসপাতালে যান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শরীয়তপুরে দুর্বৃত্তদের হামলায় আহত খোকন চন্দ্র দাসদে দেখতে হাসপাতালে যান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া সেই খোকন চন্দ্র দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন বলেন, আমরা হাসপাতালে কথা বলে জানতে পেরেছি তিনি মারা গিয়েছেন। আমরা খোঁজ নিচ্ছি যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় শোক জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

তিনি বলেন, চিকিৎসাধীন খোকনকে হাসপাতালে দেখতে যাই। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু সব চেষ্টা বিফলে গেল। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

অপু বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান থাকবে দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ওষুধ ব্যবসায়ী ও মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট খোকন দাস। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীদের চিনে ফেলায় তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় তারা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় খোকন দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তার শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হয়। তবে দগ্ধ ও গুরুতর জখম হওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। তিন দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা দায়ের করেন। মামলায় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদারকে (২৫) আসামি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জমা দেওয়া ৩৮ প্রার্থীর অর্ধেকেরই মনোনয়ন বাতিল

বিশ্লেষণ / যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলায় হামলা করল : তেল, ক্ষমতা ও ‘নতুন মনরো নীতি’র সমীকরণ

তিন ভাই মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

মনোনয়নপত্র নিয়ে তাসনিম জারার নতুন বার্তা

পরাজিত শক্তির বাধা পেরিয়ে নির্বাচনের দিকে যেতে চাই : উপদেষ্টা রিজওয়ানা

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু

শীত এলেই ত্বকের সমস্যা? এই উপাদানগুলো বাদ দিন এখনই

ওসিকে হুমকি, বৈষম্যবিরোধী সেই নেতাকে শোকজ

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী

১০

এনসিপি নেত্রী নীলিমা দোলার পদত্যাগ

১১

যেসব লক্ষণে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

১২

ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক চুক্তির কফিনে শেষ পেরেক

১৩

তারা আমাদের দমাতে পারবে না : ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

১৪

কে এই নিকোলাস মাদুরো?

১৫

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পরবর্তী পরিকল্পনা জানালেন সিনেটর

১৬

বিশ্বকাপজয়ী পেসার শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৭

ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ‘রহস্যময়’ তথ্য জানালেন জুমা

১৮

মাদুরোর বিষয়ে সিদ্ধান্ত জানাল যুক্তরাষ্ট্র

১৯

হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা

২০
X