মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

ক্ষমতাসীন সরকারকে জনসমর্থনহীন ও জালেম আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। গোটা দেশ আজ এক বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সরকারের জুলুম-নির্যাতন এবং গ্রেপ্তার-হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এটিএম মাছুম বলেন, জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দি ও আলেম-ওলামার মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতের আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলনে দেশবাসী ঐক্যবদ্ধ। বিগত ১৫ বছর ধরে সরকারের জুলুম-নির্যাতন ও অবিচার-অনাচারের প্রতিবাদ করতে গিয়ে বহু প্রতিবাদী কণ্ঠ সরকারের রক্তচক্ষুর শিকার হয়েছেন এবং অনেককে গুম ও হত্যা করা হয়েছে।

সরকার অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে বন্দি করে রেখেছে দাবি করে এটিএম মাছুম বলেন, আন্দোলন দমনের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী জামায়াতে ইসলামীর ৩৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এটিএম মাছুম বলেন, সরকার বিরোধীমতের সমালোচনা সহ্য করতে রাজি নয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলনে মুক্তিকামী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে পড়েছে। সরকার দুর্নীতি ও লুটপাটের অবাধ লাইসেন্স দিয়েছে। কিন্তু জনগণকে তা বলতে দিচ্ছে না। ভয় দেখিয়ে উচ্চকণ্ঠ রুদ্ধ করা হচ্ছে। দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। দেশের মানুষ আজ জুলুমবাজ সরকারের অবর্ণনীয় জুলুমের শিকার এবং তারা মজলুম হিসেবে আর্তনাদ করছে। অতীতে জুলুম-নির্যাতন করে কেউই রক্ষা পায়নি, বর্তমান জালিম সরকারও রক্ষা পাবে না, ইনশাআল্লাহ।

পৃথক এক বিবৃতিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশব্যাপী ১৬ নভেম্বর বিকেল ৪টা থেকে ১৭ নভেম্বর দুপুর ১টা পর্যন্ত সারা দেশে জামায়াতের নেতাকর্মী আটক ৩৯ জন। ২৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সর্বমোট গ্রেপ্তার ২২৮৩ জন, নিহত ৩ জন, আহত প্রায় ৪৭৫ জন, গুপ্তঘাতকের হামলায় মারাত্মক আহত ১৭ জন, পুলিশ পায়ে গুলি করেছে ২ জনকে (২৮ অক্টোবর, আরামবাগ মোড়ে)।

এ ছাড়াও ঢাকা মহানগরীতে ১৬ নভেম্বর বিকেল ৪টা থেকে ১৭ নভেম্বর দুপুর ১টা পর্যন্ত আটক ১ জন। ২৫ অক্টোবর থেকে আজ ১৭ নভেম্বর পর্যন্ত আটক, মামলা সংখ্যা (উত্তর ৫৬, দক্ষিণ ২৭টি) ৮৩টি, আটক (উত্তর ১৭৩, দক্ষিণ ১৯৮ জন) রাজধানীতে সর্বমোট আটক ৩৭১ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

১০

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকার / এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১১

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

১২

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১৪

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১৫

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১৬

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৭

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৮

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

১৯

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

২০
X