

জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এসব জনগণ বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি৷
মহাসচিব বলেন, কিছু সংখ্যক দল আছে নির্বাচন চায় না। অস্থির অবস্থা সৃষ্টি করতেছে কারণ তারা নির্বাচিত হতে পারবে না। জনগণ ঐক্যবদ্ধ হলে দেশের উন্নয়ন সম্ভব৷ কিছু দল বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে৷ ভোট আমাদের করতে হবে। নির্বাচিত সরকার গঠন করতে হবে৷
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, তারা বলে পিআর ছাড়া নির্বাচনে যাবেন না৷ পিআর আমরাও বুঝি না৷ বেশিরভাগ মানুষ এটার সঙ্গে পরিচিত না৷ ভোট দেবেন দলকে ব্যক্তিকে নয়। আমরা মানতে রাজি হইনি৷ কারণ পিআর জনগণ বোঝে না৷
বিএনপি ক্ষমতায় এলে রুহিয়া থানাকে উপজেলা ঘোষণার আশ্বাস দিয়ে তিনি বলেন, রাস্তা -ঘাট, মসজিদ-মন্দিরে উন্নয়ন করব আমরা। এছাড়াও ফ্যামিলি কার্ড, কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাসও দেন৷ সেজন্য ধানের শীষে ভোট দিতে হবে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তবে উন্নয়ন সম্ভব৷ এ সময় নিজের শেষ নির্বাচন বলে ধানের শীষ মার্কায় ভোট চান তিনি৷
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন