দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদ ও বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফাহাদের নেতৃত্বে হরতাল সফলে রাজধানীর বানানীতে বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা আব্দুল খালেক বিশ্বাস, মাহমুদুল হাসান, ফয়সাল আবির ফিরোজ, আশরাফুল ইসলাম, সাব্বির আজাদ, আব্দুর রহমান, ফিরোজ আলম বাদল, আব্দুর রাজ্জাক রাজু, শরীফুল ইসলাম মুসা, সাইদ লিটু, আতিক সুমন, আল আমিন, মাসুদ সরকার মাসুম, মারুফ আহমেদ, তৌসিফ মাহাবুব, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আবু রায়হান, রোহান আহমেদ রবিন।
এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন