উৎসবমুখর পরিবেশে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন ফরম কিনছেন জাপার নেতারা।
ফরম বিতরণের প্রথম দিনে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলাসহ অনেক সিনিয়র নেতা নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ সময় জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বনানীস্থ জাপা কার্যালয়ে ব্যাপক শোডাউন দেন। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
গতকাল রোববার (১৯ নভেম্বর) রাতে দলটি থেকে জানানো হয় আজ সোমবার (২০ নভেম্বর) ও আগামীকাল (২১ নভেম্বর) মঙ্গলবার দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
বনানী কার্যালয় হতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।
মন্তব্য করুন