নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়টি স্পষ্ট না করলেও আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিরোধী দল জাতীয় পার্টি।
আজ সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।
এদিন বিতরণের শেষ সময় এক দিন বাড়িয়ে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত করা হয়েছে।
সোমবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে।
পরে ২৪ নভেম্বর (শুক্রবার) থেকে ২৬ নভেম্বর (রোববার) পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এরপর ২৭ নভেম্বর (মঙ্গলবার) জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। প্রতি মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়।
মন্তব্য করুন