কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৩:২৮ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মনোনয়ন পাচ্ছেন নানক ও বাহাউদ্দিন নাছিম

জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত দলটির নির্বাচনী মনোনয়ন বোর্ড বিষয়টি নিয়ে কাজ করছে। ইতিমধ্যে দলের কেন্দ্রীয় ও হেভিওয়েট কয়েকজন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ঢাকার একটি আসন থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে ঢাকার একটি আসনে মনোনয়ন দেওয়া হতে পারে। যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ ও ৩ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি। এই দুই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর পৈতৃক বাড়ি বরিশালে। তবে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নানক ঢাকা-১৩ আসনে দলের মনোনয়ন পাননি। সেবার এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাদেক খান।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নামে পাঁচটি আসনের ফরম সংগ্রহ করা হয়। তার নামে ঢাকা-৬, ঢাকা-৮, ঢাকা-১৪ এবং মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসনের ফরম কেনা হয়েছিল বলে জানিয়েছিলেন ঢাকা বিভাগের ফরম বিক্রির দায়িত্বে থাকা নেতারা।

এ বিষয়ে বাহাউদ্দিন নাছিম অবশ্য বলছিলেন, তিনি নিজে ২টি আসনের ফরম নিয়েছেন। বাকিগুলো তার নামে তুলেছে অতি উৎসাহীরা।

আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তপশিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ে কারও মনোনয়নপত্র বাতিল হলে তিনি আপিল করার সুযোগ পাবেন। আপিল ও তা নিষ্পত্তির জন্য ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় রাখা হয়েছে। কোনো প্রার্থী ইচ্ছা করলে ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। সব মিলিয়ে এবারের নির্বাচনে প্রচারণার জন্য ২২ দিন সময় রাখা হয়েছে। নির্বাচন কর্মকাণ্ড পরিচালনার জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে চরমোনাই পীরের কড়া বার্তা

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে : মান্না

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনারা

চুক্তি নবায়নের পর মোনাকোয় ধারে গেলেন বার্সা তারকা ফাতি

১০

উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

১১

গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : খালেদা জিয়া

১২

ঘরে ঝুলছিল বিচারকের স্ত্রীর লাশ

১৩

বুমরাহকে নিয়ে ঝুঁকির মুখে ভারত: খেলালে সব শেষ?

১৪

জবি শিক্ষকের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

১৫

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

১৬

পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল’

১৮

বিইউবিটিতে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সেমিনার

১৯

নতুন ভূমিকায় মিরাজ, ব্যাটিং অর্ডারেও আনছেন পরিবর্তন

২০
X