দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে অবরোধ সফলে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে মশাল মিছিল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) সংসদীয় আসনের নেতা, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের তত্ত্বাবধানে ওই এলাকায় ধারাবাহিক বিক্ষোভ ও অবরোধ চলছে। গতকাল শনিবার এবং রোববার (২৬ নভেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কেএম রিয়াজুল ইসলাম তুহিনের নেতৃত্বে অবরোধ সফলে মশাল মিছিল হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আহি আহাম্মেদ জুবায়ের, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহাবুব আলম, লৌহজং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, লৌহজং থানা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সবুজ, কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল শেখ, কলমা ইউনিয়ন তাঁতী দলের সদস্য সচিব সুপেল, কলম যোদ্ধা এইচডি বিপু, খলিল সর্দার, জাহাঙ্গীর আলম, রাজিব সর্দার প্রমুখ।
মন্তব্য করুন