কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৫ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সিইসি ও নির্বাচন কমিশনাররা ‘আধা-রোবট’ : রিজভী

রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একদিকে যেমন চলেছে প্রার্থী বেচাকেনা, তেমনি তাদের রাজি করাতে কাজে লাগানো হয়েছে চাপ প্রয়োগের কৌশলও। মামলা-হামলা, হুমকি কোনো কিছুই বাদ যায়নি এ থেকে। কথিত দু-তিনটি রাজদল বা নামকাওয়াস্তে কিংস পার্টি গঠন করে বিএনপিসহ সব জনপ্রিয় দলকে দূরে সরিয়ে তাদের নির্বাচনের পাতানো খেলার মাঠে নামানো হয়েছে। আর নির্বাচন কমিশনের অবস্থা কী? প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারবৃন্দ আধা-রোবট হয়ে গেছে। তাদের বদৌলতেই শেখ হাসিনা ভোটার নির্বাচনের বৈতরণী পার করতে চাচ্ছে। নানা কৌশলে সেগুলো তারা বাস্তবায়ন করছেন। কারণ এই রোবটদের সুইচ আছে শেখ হাসিনার হাতে।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ‘একতরফা’ নির্বাচনের প্রসঙ্গ টেনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ইসি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে যাচ্ছে। কিন্তু এই প্রহেলিকার উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু ঘটনায়। বাসে আগুন দেওয়ার মামলায় অভিযুক্ত আসামি তেলেসমাতির জামিনে এক ঘণ্টায় কারামুক্ত হয়ে নৌকায় চড়ে-স্বঘোষিত হ্যাডমওয়ালা ব্যক্তির মুখ থেকে শুনলাম ২ কোটি দিয়া প্রত্যেককে ইলেকশনে দাঁড় করানো হয়েছে! তিনিই বলেছেন, এগুলো তো ফকিন্নি পার্টি। দু-তিন কোটি টাকা পাইছে, দাঁড় করাইছে। একতরফা নির্বাচনকে লোক দেখানো বৈধতা দিতে সরকারের প্রস্তুতি ছিল প্রার্থী বেচাকেনার হাট জমিয়ে তোলার। কর্মীবিহীন নাম সর্বস্ব দলের নেতাদের পকেটে পুরতে উদয়াস্ত খেটেও সুবিধা করতে পারেনি সরকারি দলের আজ্ঞাবহ গোয়েন্দা কর্মকর্তারা।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিনিয়ত শব্দবাজি করে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। তিনি এখন বলেন, ২৯টি নিবন্ধিত দল নিয়ে তারা অংশগ্রহণমূলক নির্বাচন করছেন! অথচ এই ২৯ দলের মধ্যে তিন-চারটি বাদে অন্যগুলোর নামও শোনেনি কেউ। স্বগৃহে ইলেকশন থিয়েটারে রঙ্গনাটক মঞ্চস্থ করতে যাদের আনা হয়েছে তারা হলো আওয়ামী লীগের সঙ্গ-অনুসঙ্গ। এটা আসলে বাকশালের নতুন ভার্সন। আপডেটেড বাকশাল ২.০ ভার্সন। এই তথাকথিত বাকশাল সঙ্গীদের নিয়ে ‘সুপার-ইমপোজড’ নির্বাচনের আজব তামাশা করছেন শেখ হাসিনা। কেননা আওয়ামী লীগের আশা দূরাশায় পরিণত হয়েছে এখন। মনোনয়ন নিয়ে তাদের সঙ্গে কামড়া কামড়ি শুরু হয়েছে। যারা এইসব দোকান থেকে মনোনয়ন কিনেছিল তাদের অধিকাংশই জমা দেয়নি। আর যাদের এমপি বানানোর মুলো দেখানো হয়েছিল তারাও ঘুরছে নিরাশায়। আসলেও তাদের আশায় গুড়েবালি। আওয়ামী লীগ যে প্রতারক তা বুঝতে পারছে হাড়ে হাড়ে।’

রিজভী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫৫ জন নেতাকর্মী গ্রেপ্তার ও ১৪টি মামলায় ১২৬৫ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গত দুই মাসে প্রায় ২০ হাজার মুক্তিকামী জনতাকে কারাবন্দি করা হয়েছে। বন্দি নির্যাতনের নেপথ্যে কাহিনি অবর্ণনীয়, এগুলো হচ্ছে চিকিৎসা না দিয়ে হত্যা, অসুস্থ বন্দিকে হাত-পায়ে শিকল পরিয়ে কারা হাসপাতালে ফেলে রাখা, ছোট সেলে ধারণক্ষমতার তিনগুণ বন্দিকে গ্যাস চেম্বারের মতো নিগৃহীত করা। অত্যাচারে কাশিমপুর কারাগারে ৬ দিনের ব্যবধানে বিএনপির ২ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

২০ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা

২০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্মদিন আজ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত, আহত ৪

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

১০

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

১১

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

১২

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

১৩

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

১৪

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

১৫

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

১৬

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

১৭

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১৮

রামপুরায় বাসে আগুন

১৯

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X