আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা একাদশ দফায় দেশব্যাপী চলমান ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর বাংলামোটর-শাহবাগ সড়কে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাংলামোটর মোড়ের অল্প কিছু দূরত্ব সামনে থেকে এই মিছিলটি শুরু হয়। এরপর মিছিলিটি শাহবাগ অভিমুখে হোটেল ইন্টার কন্টিনেন্টালের আগ পর্যন্ত প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শাহ্ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহসাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহকোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, সহক্রীড়া সম্পাদক আমানউল্ল্যাহ বিপুল, সহক্ষুদ্র ও কুটিরশিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুম্মন, সহগ্রাম সরকার সম্পাদক মহিনউদ্দিন রাজু, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, সহমানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম আক্তার, সহপ্রশিক্ষণ সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে এস এম মুসাব্বির সাফি।
এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান সুমন, রবিউল ইসলাম রবি, সাইদুর রহমান শামিম, আনোয়ার হোসেন জনি, আবদুল কুদ্দুস মজুমদার, খন্দকার মাহাবুবুর রহমান মাহী, হেদায়েত হোসেন ভূঁইয়া; যুবদল নেতা মো. নজরুল ইসলাম, কাজী মঞ্জুর রহমান, শফিকুল ইসলাম ইমন, অ্যাডভোকেট এমদাদুল হক ইমরান, সাইফুল বাছির সোহেল, রেজাউল করিম রিয়ন ও জিয়াউর রহমান জন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন