শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে নেতৃবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, মোহাম্মদ মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান মৃধা, মাইনুল আলম,আবদুস সালাম,ছাত্রলীগের (জেএসডি) সভাপতি তৌফিক উজ জামান পীরাচাসহ নেতারা।
কর্মসূচি : শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেএসডি। সেগুলো হলো: ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ঐতিহাসিক ১৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে।
মন্তব্য করুন