কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে ঢাকায় জামায়াতের মিছিল

অবরোধের সমর্থনে মিছিল করেছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
অবরোধের সমর্থনে মিছিল করেছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

অবরোধের সমর্থনে রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্পটে মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে তারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, সরকারের প্রহসনের নির্বাচন প্রতিহত করতে বীর জনতা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। তারা সর্বাত্মক অবরোধের মাধ্যমে এই নির্বাচনের প্রতি গণঅনাস্থা জানিয়েছে। তারা কথিত নির্বাচন বাতিল না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাজপথ ছাড়বে না। আগামী ৭ জানুয়ারি কথিত নির্বাচন প্রতিহত করতে সকলকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর কল্যাণপুরে নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত, বিরোধীদল বিহীন কথিত নির্বাচন প্রত্যাখ্যান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মিরপুর অঞ্চল আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী পথ সভায় এসব কথা বলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি।

মাহফুজুর রহমান বলেন, সরকার রাজনৈতিক ময়দানকে প্রতিপক্ষমুক্ত করার জন্যই বর্ষীয়ান রাজনীতিক ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ বরেণ্য জাতীয় নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে গোটা দেশকেই অঘোষিত কারাগারে পরিণত করেছে। সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিয়ে ঘোষিত তপশিল বাতিল, অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও সকল জামায়াত নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান বলেন, ক্ষমতাসীন জুলুমবাজ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই সরকার বিগত ১৫ বছরে শুধু ব্যাংকগুলো থেকেই প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এই সরকার জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। তারা ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন করতে সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে। আওয়ামী লীগ নিজেদের বিরুদ্ধে নিজেরাই ডামি প্রার্থী দিয়ে এই নির্বাচনকে তামাশায় পরিণত করেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনই দেশের জনগণ মানবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক সম্পাদক আশরাফুল আলম ইমন বলেন, বিজয়ের ৫২ বছর অতিক্রান্ত হলেও এদেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইনি। ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য এখনো তাদের লড়াই সংগ্রাম করতে হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী সরকার এদেশের জনগনের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আজ এদেশের মানুষের বাক স্বাধীনতা নাই, মানবাধিকার বলতে কিছু নাই। সরকার রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করতে ৭ জানুয়ারী একতরফার প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। এমতাবস্থায় নিজেদের অধিকার আদায়ের জন্য জনগণ রাজপথে নেমে এসেছে। তারা এই ফ্যাসিস্ট সরকারের পতন চাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে আওয়ামী সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

আজকের সকাল সন্ধ্যা অবরোধের সমর্থনে রাজধানীর গেন্ডারিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মোতাসিম বিল্লাহ, রানা সরকার, কামরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, নোমান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন নিশ্চিত করার দাবিতে খিলগাঁও, সেগুনবাগিচা, ধানমন্ডি, মাতুয়াইল, জুরাইন-দয়াগঞ্জ সড়কসহ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু বিষয় আলোচনা না হলেও জুলাই সনদে রাখা হয়েছে : সালাহউদ্দিন

খাবারে বিষক্রিয়া, বন্ধ হলো রণবীরের সিনেমার শুটিং

ভিটাসহ শ্বশুরবাড়ি বিক্রি করে দিলেন নাজমুল

ব্রাজিল দলে জায়গা হারাচ্ছেন ভিনি!

সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন সানি লিওন

কম্পিউটারের জন্য নিখোঁজ, ১০ দিনেও মেলেনি রাকিবের সন্ধান

বুকে ব্যথা, জ্ঞান হারালেন পাকিস্তানি অভিনেত্রী

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে : রিজভী

আশুলিয়ায় হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

ওয়াইফাইয়ের গতি কম? বাড়াবেন যে ১০ উপায়ে

১০

জেনেভা ক্যাম্পের হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার  

১১

রিয়ালের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনি

১২

মাউশির চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৩

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

১৪

শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধে চৌদ্দগ্রাম ইউএনওর অভিযান

১৫

কাজে আসছে না কোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স

১৬

আইপিএলের পর দ্বিতীয় সেরা হতে চায় যে টি-টোয়েন্টি লিগ

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে সেমিস্টার ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

১৮

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন : আইন উপদেষ্টা

১৯

নাটোরে ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

২০
X