চলমান সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের যেসব নেতাকর্মী কারাগারে বন্দি আছেন তাদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেডআরএফর প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দি ছাত্রদল নেতাকর্মীদের জন্য শীতবস্ত্র হিসেবে সোয়েটার দেওয়া হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সংগঠনের কার্যালয়ে এসব শীতবস্ত্র হস্তান্তর করেন জেডআরএফ’র সাংগঠনিক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. মাহবুব আলম ও মনিটর প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু। যা গ্রহণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন রচি।
জেডআরএফ’র নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে জেডআরএফ’র প্রকৌশলী সদস্যদের সহযোগিতায় এই শীতবস্ত্র (সোয়েটার) প্রদানের ব্যবস্থা নেওয়া হয়।
মন্তব্য করুন