শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘একতরফা’ নির্বাচনকে গানে গানে লালকার্ড প্রদর্শন 

কবি কাজী নজরুল ইসলামের গানে গানে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন কর্মসূচি’ পালন করেছে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’ । ছবি : কালবেলা
কবি কাজী নজরুল ইসলামের গানে গানে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন কর্মসূচি’ পালন করেছে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’ । ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করেছে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানে গানে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন কর্মসূচি’ পালন করা হয়। বিকেল ৩টায় বিজয়নগর মোড় সংলগ্ন আলরাজি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কবি নজরুলের গানে গানে মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, জাতীয় প্রেস ক্লাব ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, তপশিলের শুরু থেকেই আমরা বলে আসছি- আমরা নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। একতরফা নির্বাচন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক বিপর্যয়সহ সামগ্রিক বিপর্যয় ডেকে আনবে। তাই আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করেছি, জনগণকেও প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হচ্ছে। একদলীয় শাসন কায়েম করার জন্যই এই নির্বাচন। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান, নির্বাচনী কার্যক্রম স্থগিত করুন। আমরা এই নির্বাচনকে লালকার্ড প্রদর্শন করছি।

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে আবারও ক্ষমতা নবায়ন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিসের নির্বাচন? যেখানে কোনো বিরোধী দল নেই। আমরা এই নির্বাচন মানি না। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, এই সরকার দেশকে অন্ধকারের অতল গহ্বরের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। ২০১৪ সালে বিনাভোটে, ২০১৮ সালে দিনের ভোট রাতে করা হয়েছে। এ দেশের যুব সমাজ একই ঘটনার পুনরাবৃত্তি ২০২৪ সালে হতে দেবে না।

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সৈয়দ মাহবুবুর রহমান ও সবুজ সেরনিয়াবাতের যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, সহ-সভাপতি সৈয়দ প্লাবন আহমেদ, হুসাইন নুর, ফয়সাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, ওসমান আরিফ, সাংগঠনিক সম্পাদক মুন্তাজুল ইসলাম, ঢাকা জেলা উত্তর যুব সভাপতি গাজী রুবেল রানা, হবিগঞ্জ জেলা যুব সাংগঠনিক সম্পাদক সায়মন হোসেন, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পেশাজীবী অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস

পাথর মেরে মানুষ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ইতালির ইতিহাস

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরের দাবি ও আহ্বান

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

হেফাজত আমিরের দোয়া নিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থীর মাথায় হাত

আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে : গোলাম পরওয়ার

১০

অপরাধীদের বিচার না হওয়ায় সহিংসতার ঘটনা ঘটছে : সনাতনী জোট

১১

মালিকানা জটিলতায় ইউরোপা লিগ থেকে বাদ ইংলিশ ক্লাব

১২

‘এই দৃশ্য জাহেলিয়াতের নিষ্ঠুরতাকে স্মরণ করিয়ে দেয়'

১৩

মিডফোর্ডে ব্যবসায়ীকে হত্যা / বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : ফখরুল

১৪

হত্যার চিরকুট নিয়ে মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে জখম

১৫

নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের অভিন্ন লক্ষ্য

১৬

‘ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি’

১৭

হকিতে লিড নিয়েও জাপানের কাছে হার বাংলাদেশের

১৮

‘সিরিয়াল কিসার’ তকমা পছন্দ করেন না ইমরান হাশমি

১৯

দাবায় চ্যাম্পিয়ন সুব্রত বিশ্বাস

২০
X