দ্বাদশ সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকার মুগদা থানার মান্ডা হাজি আয়াত আলী কাঁচাবাজারে লিফলেট বিতরণের নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আবদুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী ও মো. শাহ আলম, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, ফজলে কাদের সোহেল, আবু বক্কর সিদ্দীক, ইব্রাহিম চৌধুরী, এইচ এম আবু সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানা ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. বাকী বিল্লাহ, দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন রিপন, মুগদা থানার সভাপতি মিলন হাওলাদার ও সহসভাপতি মো. মহসিন, যাত্রাবাড়ী থানার সভাপতি আলী মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক মোহেল, ওয়ারী থানার সভাপতি ওমর ফারুক মিয়া, কামরাঙ্গীরচর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, সহসভাপতি এনামুল ও কাউসার প্রমুখ নেতারা।
মন্তব্য করুন