দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুই নেতা হলেন ঢাকা জেলাধীন দোহার থানা বিএনপির অর্থ সম্পাদক জাফর ইকবাল জাহিদ এবং ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু।
সোমবার (১ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে রুহুল কবির রিজভী জানান, তাদের (বহিষ্কৃত) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা দোহার থানার সুতার পাড়া ইউনিয়নের বানা ঘাটা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, দলের ক্রান্তিকালে কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকলে দলের হাইকমান্ড যেকোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন এটাই স্বাভাবিক। সুতরাং এ বিষয়ে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেইটাই চূড়ান্ত।
মন্তব্য করুন