আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বর্জনের আহ্বান জানিয়ে ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনগণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতারা।
সোমবার (১ জানুয়ারি) রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে বায়তুল মোকাররম মসজিদ পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি, কেন্দ্রীয় সদস্য কাউছার সরকার মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম সাগর, লোকমান হোসেন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলম মাতবর ও আবদুস সোবহান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা মো. সাইফুল ইসলাম হাওলাদার, মো. জহিরুল ইসলাম রনি, শফিকুল ইসলাম, আরাফাত হোসেন, মনির হোসেন মনজু, মো. আবিদ আশরাফ ও মো. খোকন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জনগণকে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, এবারের নির্বাচনকে দেশের সকল রাজনৈতিক দল প্রত্যাখ্যান ও বর্জন করেছে। ইতোমধ্যে গণতান্ত্রিক বিশ্বও এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে। সুতরাং প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিকের উচিত আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা।
মন্তব্য করুন