নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকাসহ ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর পাঁচ স্থানে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর পল্টন, বংশাল, যাত্রাবাড়ী, ডেমরা, খিলগাঁও এলাকায় বিক্ষোভ করে সংগঠনটি।
বিক্ষোভে যোগ দিয়ে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, বর্তমান ফ্যাসিবাদী অবৈধ আওয়ামী সরকার আগামী ৭ জানুয়ারী যে পাতানো ও ডামি নির্বাচন বাস্তবায়ন করতে যাচ্ছে তা ইতিহাসের পাতায় একটা কালো অধ্যায় রচনা করতে যাচ্ছে। যারা এ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং যারা ভোট দিতে যাবেন তারা সবাই জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন।
তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। কারও কারও ভোটার আইডি কার্ড নিয়ে আসছে এবং বলছে ভোটের পরে এ কার্ড ফেরত পাবেন। আওয়ামী লীগের প্রার্থীরা জনসমাবেশে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যারা ভোট দিতে আসবেনা এবং যারা ভোটারদের বাধা দেবে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য। আমরা জনগণকে বলব কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবেন না। ভোট কেন্দ্রে যাবেন না। পাড়ায় মহল্লায় শক্ত প্রতিরোধ গড়ে তুলুন। বিজয় জনগণের হবে ইনশাআল্লাহ।
ড. হেলাল বলেন, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে কাকে কোন আসন থেকে বিজয়ী করা হবে সরকার সেই তালিকাও নির্বাচনের পূর্বেই চূড়ান্ত করে রেখেছে। তারা জনমতকে পদদলিত করে যা ইচ্ছা, তাই করতে চায়। জনগণ সরকারের এই স্বপ্ন কখনই বাস্তবায়ন করতে দেবে না। জনগণ তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। গণবিরোধী এ সরকারের নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা করবেন না।
তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। দেশব্যাপী আন্দোলনরত বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসাবাড়িতে হানা দিয়ে নেতাকর্মীদের না পেলে পরিবারের অন্য সদস্যদের গ্রেপ্তার করে জুলুম-নির্যাতন চালাচ্ছে। আমীরে জামায়াতসহ সকল নেতারা ও আলেম ওলামাদের মুক্তির জন্য চলমান আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, আহসান হাবিব, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, আবু আম্মার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বংশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বংশাল চৌরাস্তা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাবুবাজার ব্রিজের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুজিবুর রহমান, আব্দুল বারী, ছাত্রশিবিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সাফওয়ান, ইমদাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর শনির আখড়া থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সহকারী ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এম এ রহিম, মোহাম্মদ মহিউদ্দিন, সাদেক বিল্লাহ, আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
ডেমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর ডেমরা মহাসড়ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ শাহজাহান খান, মাওলানা আমিরুল ইসলাম, এম বি হাসান, মাওলানা খাদেমুল ইসলাম, আবু জয়নব, আবু মিদহাত, আব্দুর রহিম, মোজাফফর হোসেন, আবুল বাশার, বায়জিদ হাসান, দেলোয়ার হোসাইন, আবু-সায়েম, জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
খিলগাঁও এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মু. শামছুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর খিলগাঁও থেকে শুরু হয়ে সবুজবাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আবু নাবিল, আব্দুর রহমান সাজু, বনি ইয়ামিন, আবু মাহি, আসিফ আদনান, মোহাম্মদ ইসাহাক, মাওলানা মাহমুদুল হাসান, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, এম আর জামান, সাজেদুর রহমান শিবলী, আবু মুয়াজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মন্তব্য করুন