দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে দাবি করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
রোববার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে সোমবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে আগামীকাল ৮ জানুয়ারি সোমবার বিকাল ৩টায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি। কালো পতাকা মিছিলটি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হবে।
মন্তব্য করুন