গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনকে তামাশার আখ্যা দিয়ে তা বর্জন করায় ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানা সংলগ্ন রাস্তায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয ১ নম্বর সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সহসভাপতি, আরিফ হাওলাদার, রফিকুল ইসলাম, মনির আলম চৌধুরী, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, ফরহাদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি গাজী রেজওয়ানুল হক রিয়াজ, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, এস এম কবির, মো. জসিম উদ্দীন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, সারোয়ার ভূঁইয়া রুবেল, সহসাধারণ সম্পাদক মাহবুব ফরাজী, সহসাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল যুবায়ের বাবু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মস্তফা, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, সহপ্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি, সহশিল্পবিষয়ক সম্পাদক ইব্রাহীম ভুইয়া সাগর, সহযোগাযোগবিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শাহাদাত, সহকৃষিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান নোবেল, সদস্য মো. শামিম, আরএস নৈতিক, কেন্দ্রীয় নেতা অমিত হাসান হাফিজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জনগণকে ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ৭ জানুয়ারির অবৈধ সরকারের তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করায় ভোটারসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মন্তব্য করুন