আন্তর্জাতিক মহল যারা নির্বাচন নিয়ে সন্দিহান ছিল তারাও সন্তুষ্ট জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, এবার উৎসবমুখর নির্বাচন হয়েছে। বিএনপি নির্বাচনে এলে তাদের সাথে দেশবিরোধী অপরাধীরা থাকত, স্বাধীনতা বিরোধীরা থাকত, যুদ্ধাপরাধীরা থাকত। নির্বাচন হতো উত্তেজনাপূর্ণ। বাংলাদেশ একটি ভয়াবহ সন্ত্রাসের হাত থেকে রক্ষা পেয়েছে। এত সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন এর আগে কখনো হয়নি বলেও জানান তিনি।
রোববার (২১ জানুয়ারি) প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
এবারের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল যারা নির্বাচন নিয়ে সন্দিহান ছিল তারাও সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন, আপনারা দেখছেন জাতিসংঘসহ বিভিন্ন দেশ প্রতিনিয়ত, এই নির্বাচন এবং সরকারকে অভিনন্দন জানাচ্ছে। বর্তমান সরকারের সাথে কাজ করার অঙ্গীকার করছে। এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়, বিএনপি ভুল রাজনীতি করেছে, দেশবিরোধী রাজনীতি করেছে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের চলমান কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শেষ করা- এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। নৌপরিবহন মন্ত্রণালয়ে অনেক প্রকল্প আছে। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রজেক্ট সেটি হলো মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ। এরকম অসংখ্য প্রকল্প আছে। সেগুলোর শেষ করা আমাদের মূল চ্যালেঞ্জ। আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় যতগুলো প্রকল্প আছে সবগুলো শেষ করব। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের কথা বলেছেন। সেটাও আমরা সম্পন্ন করতে চাই। বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের নৌপরিবহন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয় সম্মিলিতভাবে নদী নালা খাল বিল এর উন্নয়ন করব।
এসময় অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অতিরিক্ত সচিব এম মতিউর রহমান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর জিয়াউল হক, জাতীয় নদী রক্ষা কমিশন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন নাহার, চট্টগ্রাম মেরিন অ্যাকাডেমির কমান্ডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) ক্যাপ্টেন আই কে তৈমুর, বরিশাল মেরিন অ্যাকাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান, রংপুর মেরিন অ্যাকাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম সরকার, সিলেট মেরিন অ্যাকাডেমির কমান্ডেন্ট নৌ প্রকৌশলী মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন