কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৫:০৪ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নৌপথে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে : খালিদ মাহমুদ 

বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

কিছু মানুষ আছে নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করে। সে কারণে এবারের ঈদুল আজহায় নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ঈদ ব্যবস্থাপনাসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে অনেক রাজনৈদিক দল আছে নির্বাচনে অংশ নেওয়া না। কিন্তু নির্বাচন ইস্যুতে বিশৃঙ্খলা করে। নৌপথেও বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করতে চায় এমন কিছু মানুষ আছে। এরমধ্য দিয়ে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এজন্য গোয়েন্দা নজরদাড়ি বাড়ানো হয়েছে। যেন ঈদকে কেন্দ্র করে, কেউ নাশকতা না করতে পারে।

ঈদের সময় লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর অতিরিক্ত যাত্রী তো আমরা খুঁজছি। পাচ্ছি না।

তিনি বলেন, ঈদুল আজহার কারণে আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত ১১ দিন নৌরুটে বাল্ডহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মিলে সাত দিন পশুবাহী ও পচনশীল পণ্য ছাড়া নৌপথে সব পণ্য পরিবহন বরাবরের মতো বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।

তিনি বলেন, আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। চাঁদপুর সহ কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও।

বর্ষা মৌসুম হওয়ায় এবার নৌপথে ঈদযাত্রা একটু ঝুঁকিপূর্ণ জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে আবহাওয়ার বার্তা সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান।

ঈদের সময় নৌপথে বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এগুলো গদবাধা কথা। এ ধরনের কোনো ঝুঁকি নেই। কারণ সবদিক থেকেই মনিটরিং আছে। বাড়তি ভাড়া আদায়ের সম্ভাবনা একেবারেই নেই।

নৌপথে যাত্রী সেবা বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার পর নৌপথে যাত্রী কমছে। তবুও আধুনিক লঞ্চ নামানো হচ্ছে। রোজার ঈদে ঢাকা নদী বন্দরে রশি ছিড়ে দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে সব ধরণের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান এ কে এম মতিউর রহমান, নৌ-যান মালিক সমিতির নেতা সাইদুল রহমান রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত ৫

বিশ্রামে বেন ডাকেট, ডাক পেলেন স্যাম কারান

নিজেকে আলিঙ্গন করলে কমবে উদ্বেগ

একযোগে ইসরায়েলকে হুঁশিয়ার করল কাতার-মিসর

সাতক্ষীরার গণছুটিতে কর্মকর্তারা, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

ভারত ‘সরি’ বলুক, অপেক্ষায় যুক্তরাষ্ট্র

জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু

আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক : জামায়াত নেতা

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ

জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মুখ খুললেন রাশেদ খান

১০

আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে মরক্কো

১১

সার্ফারের ২ পা ছিড়ে নিল হাঙর, সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা

১২

ডলফিন রক্ষায় বন বিভাগের নতুন কার্যক্রম

১৩

‘ইমি-মেঘ মল্লার গণহত্যার সমর্থক ছিল’

১৪

নুরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা আব্বাস

১৫

মারা গেছেন অমিতাভ-অক্ষয়দের সহঅভিনেতা আশীষ বরাং

১৬

ভারতের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার

১৭

জাপানের পথে রুয়েটের টিম ‘ক্র্যাক প্ল্যাটুন’

১৮

রিসাইক্লিং থেকে রেভিনিউ, চক্রাকার অর্থনীতির বাস্তবায়ন এখন সময়ের দাবি

১৯

টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

২০
X