কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘নদী দখলে বিএনপি-আওয়ামী লীগ-জাতীয় পার্টি সবাই একসঙ্গে থাকে’

রোববার ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতীয় নদী কনফারেন্স-২০২৪’-এ বক্তব্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
রোববার ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতীয় নদী কনফারেন্স-২০২৪’-এ বক্তব্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ কেউ বলেছেন- নদী দখল করার সময় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই একসঙ্গে থাকে। এরা রাজনৈতিক শক্তি নয়। এরা অপরাধী। সরকার এদের অপরাধীদের হিসেবে দেখবে। এই জায়গায় সরকার জিরো টলারেন্স দেখাবে।

রোববার (২৬ মে) ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতীয় নদী কনফারেন্স-২০২৪’- এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বক্তারা, দেশের সব নদ নদী রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়ে বলেন, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আর অর্থনৈতিক দাপট দেখিয়ে এক শ্রেণির মানুষ অবাধে নদী দখল করছে। দূষণ, নাব্যতা সংকট সহ ড্রেজিংয়ের অভাবে অনেক নদী বিলীন হয়ে গেছে। দেশের বড় বড় অনেক নদীই আজ অস্তিত্ব সংকটের মুখে। এই পরিস্থিতিতে নদী রক্ষার কোনো বিকল্প নেই।

ইমিরেটাস অধ্যাপক ড. আইনুন নিশাত এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারোয়ার মাহমুদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মো. শরীফ উদ্দিন, নিজেরা করি এর সমন্বয়কারী খুশী কবির, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লইয়ার্স এসোসিয়েশন (বেলা)-এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, এএলআরডি এর নির্বাহী পরিচালক শামসুল হুদা, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মো. এজাজ, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন, লেখক ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, নদী সংগঠক জুলিয়েট কেয়া মালাকার, রণজিত দত্ত, আলিউর রহমান, নুর আলম শেখ, পল্টন হাজং, এস এম মিজানুর রহমান, খাইরুল ইসলাম, তোফাজ্জল হোসেন সোহেল।

‘নদী বাঁচাই, দেশ বাঁচাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নদী সম্মেলনের আয়োজন করা হয়। এলআরডি, বেলা, ওয়াটার রাইটস ফোরাম, রিভারাইন পিপল, বাংলাদেশ নদী পরিব্রাজক দল যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

নদী রক্ষায় বড় ধরনের যুদ্ধ শুরু হয়েছে একথা উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এ যুদ্ধে আমরা বিজয়ী হবো। নদী রক্ষায় দখল, দূষণরোধ, অবৈধ বালু উত্তোলন ইত্যাদি ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, নদীকে ঘিরে সভ্যতা গড়ে উঠেছে- এটা সত্য। নদীর পাড়ে ইন্ডাস্ট্রি হবে, শিক্ষাপ্রতিষ্ঠান হবে, শহর হবে সবই ঠিক আছে। সেগুলো হবে নদীকে রক্ষা করে, কিন্তু নদীকে ধ্বংস করে নয়। নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সরকার ও রাষ্ট্রের আন্তরিকতা আছে। নদী রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করছি।

বালুমহাল যত্রতত্র হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হাইড্রোগ্রাফিক জরিপ করে বালু তুলতে হবে। সরকার দশ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্যে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক / অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকারের আদলে রূপ দিতে হবে : মির্জা ফখরুল

দেয়ালের নিচে চাপা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ডিসেম্বর থেকে মেসেঞ্জারের যে সুবিধা বন্ধ হচ্ছে

হালিশহরে রেলের জমিতে আইসিডি প্রকল্প : চুক্তি বাতিলের দাবি শ্রমিকদের

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে : প্রিন্স

কপ-৩০ : ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের আহ্বান

হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেল ছাত্রদল নেতাকে

পদোন্নতি পেলেন পুলিশের ৮০ কর্মকর্তা

জামায়াত নেতা তাহের হাসপাতালে 

১০

চবির প্রকৌশলী মাহফুজুর রহমান সাময়িক বরখাস্ত

১১

ঘরের যে ৬ ইলেকট্রনিক যন্ত্র বন্ধ থাকলেও বিদ্যুৎ খরচ করে বাড়িয়ে দিচ্ছে বিল!

১২

চাকসুতে বিজয়ীদের প্রজ্ঞাপন জারি, শপথ বৃহস্পতিবার

১৩

গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল এনসিপি

১৪

মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নতুন প্রশাসক মুক্তিযোদ্ধা ইশতিয়াক

১৫

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হয়েছে কি না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১৬

মেহেদি উৎসবের মাধ্যমে প্রকাশ্যে ইবি ছাত্রীসংস্থা

১৭

ফরজ গোসলের সঠিক নিয়ম

১৮

বিরল খনিজ / চীনকে মোকাবিলায় একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

১৯

প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাই, ফুটেজ ভাইরাল

২০
X