বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
বুধবার (২৪ ডিসেম্বর) বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন ইউট্যাব।
এসময় উপস্থিত ছিলেন ইউট্যাবের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক মো. নূরুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম সরকার, অধ্যাপক মো. আবু জাফর খান, অধ্যাপক মো. ইদ্রিস আলী, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ শামীম, অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান, প্রফেসর মো. জামশেদ আলম।
২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়ার জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও সেখানেই মৃত্যুবরণ করেন। তিনি ২০০২-২০০৫ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। এছাড়া ক্রীড়া সংঘ ওল্ড ডিওএইচ এর চেয়ারম্যান ছিলেন। যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও। শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম মিরপুর ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার তিনি। আরাফাত রহমান ব্যক্তি জীবনে শর্মিলা রহমানকে (সিঁথি) বিয়ে করেন। তাদের দুই মেয়ে রয়েছে যাদের নাম জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
মন্তব্য করুন