কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দমনপীড়ন করে সরকার টিকিয়ে রাখা যাবে না : গণতন্ত্র মঞ্চ

মঙ্গলবার বিকেলে সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা
মঙ্গলবার বিকেলে সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদকে ‘ডামি সংসদ’ আখ্যা দিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, জনগণ এই নির্বাচন ও সংসদ প্রত্যাখ্যান করেছে। দমন-পীড়ন করে এই সরকার ও সংসদ টিকিয়ে রাখা যাবে না।

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তারা এ কথা বলেন।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে ও দলটির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম ও জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বক্তারা বলেন, দেশে ৭ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। যা হয়েছে তা মানুষের ভোট কেড়ে নেওয়ার আয়োজন। ফলে এই নির্বাচনের ভেতর দিয়ে যে সংসদ গঠিত হয়েছে সেটাও জনগণের ম্যান্ডেট ছাড়া অবৈধ সংসদ। ফলে এই সংসদ ও সরকার জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। বরং যতদিন টিকে থাকবে মানুষের সর্বনাশ বাড়তে থাকবে, বাড়তে থাকবে দমন-পীড়ন ও নির্যাতন।

তারা আরও বলেন, এই সরকার যতদিন টিকে থাকবে তাদের পোষ্য একচেটিয়াদের লুটপাট ও দুর্নীতি আরও বাড়তে থাকবে। ইতোমধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে লুটের আয়োজন চলছে। ব্যাংকগুলোকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। টাকা ছাপিয়ে লুটের আয়োজন চলছে। এভাবে একটি সভ্য রাষ্ট্র চলতে পারে না। সংকট উত্তোরণে আন্দোলনে এই সরকারকে বিদায় করতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে মঞ্চের মিছিলটি তোপখানা রোড হয়ে পল্টন মোড়ের সন্নিকটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতৃবৃন্দ পুলিশের এই বাড়াবাড়ির নিন্দা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

এল ক্লাসিকোর পর ইয়ামালকে খোঁচা দিয়ে বেলিংহামের পোস্ট

বৃষ্টির জয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন

দ্বিদলীয় ভাগাভাগির মাধ্যমে ইসি তার সব নিরপেক্ষতা হারিয়েছে : সামান্তা শারমিন

শেষ বাঁশির পর বার্নাব্যুতে বিশৃঙ্খলা, বার্সা-রিয়ালের সংঘর্ষে পুলিশের হস্তক্ষেপ

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে

২৮ অক্টোবর : লগি-বৈঠার পৈশাচিকতার কালো অধ্যায়

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে সোয়াটের টহল

ঢাবির রোকেয়া হলে ফার্স্ট এইড ট্রেনিং সম্পন্ন

জবাবদিহির অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয় : চরমোনাই পীর

১০

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

১১

সুইমিংপুলে ছাত্রীর মৃত্যু / বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

১২

নির্বাচনী খায়েশ থাকলে পদত্যাগ করুন, উপদেষ্টাদের ব্যারিস্টার অসীম

১৩

জাতীয় নিরাপত্তা সুরক্ষায় এনটিএমসির নিরবচ্ছিন্ন পথচলা

১৪

জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : বিএনপি নেতা কাইয়ুম

১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

১৬

এমবাপ্পে-বেলিংহ্যামে ভর করে রিয়ালের ক্লাসিকো জয়

১৭

নির্বাচিত সরকারের বিকল্প নেই : লায়ন ফারুক

১৮

অ্যাস্টন ভিলার কাছে হোঁচট খেল ম্যানসিটি

১৯

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের বৈঠকে ডাক পেয়ে মঞ্জুর ‘চমক’

২০
X