কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দমনপীড়ন করে সরকার টিকিয়ে রাখা যাবে না : গণতন্ত্র মঞ্চ

মঙ্গলবার বিকেলে সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা
মঙ্গলবার বিকেলে সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদকে ‘ডামি সংসদ’ আখ্যা দিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, জনগণ এই নির্বাচন ও সংসদ প্রত্যাখ্যান করেছে। দমন-পীড়ন করে এই সরকার ও সংসদ টিকিয়ে রাখা যাবে না।

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তারা এ কথা বলেন।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে ও দলটির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম ও জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বক্তারা বলেন, দেশে ৭ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। যা হয়েছে তা মানুষের ভোট কেড়ে নেওয়ার আয়োজন। ফলে এই নির্বাচনের ভেতর দিয়ে যে সংসদ গঠিত হয়েছে সেটাও জনগণের ম্যান্ডেট ছাড়া অবৈধ সংসদ। ফলে এই সংসদ ও সরকার জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। বরং যতদিন টিকে থাকবে মানুষের সর্বনাশ বাড়তে থাকবে, বাড়তে থাকবে দমন-পীড়ন ও নির্যাতন।

তারা আরও বলেন, এই সরকার যতদিন টিকে থাকবে তাদের পোষ্য একচেটিয়াদের লুটপাট ও দুর্নীতি আরও বাড়তে থাকবে। ইতোমধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে লুটের আয়োজন চলছে। ব্যাংকগুলোকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। টাকা ছাপিয়ে লুটের আয়োজন চলছে। এভাবে একটি সভ্য রাষ্ট্র চলতে পারে না। সংকট উত্তোরণে আন্দোলনে এই সরকারকে বিদায় করতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে মঞ্চের মিছিলটি তোপখানা রোড হয়ে পল্টন মোড়ের সন্নিকটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতৃবৃন্দ পুলিশের এই বাড়াবাড়ির নিন্দা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি

স্বেচ্ছায় পদত্যাগ করে এনসিপি থেকে প্রার্থী হলেন বিএনপি নেতা

খাঁটি খেজুরের গুড় চেনার সহজ ৪ উপায়

প্রফুল্ল চাকীর শেষ স্মৃতি চিহ্নটুকু হারিয়ে যেতে বসেছে

বিএসএফকে নিয়ে কড়া মন্তব্য মমতার

সংসার চালাতে ঘাস বেচেন ‘মাস্টার’ হামিদ

চট্টগ্রাম বন্দরে এবার নিষিদ্ধ ঘনচিনির চালান জব্দ

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা

বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি

জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল / ‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই’

১০

উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী

১১

মা-মেয়েকে কেন খুন করলেন, জানালেন গৃহকর্মী আয়েশা

১২

গৃহকর্মী রাখার আগে যে ৬ বিষয় জানা জরুরি

১৩

জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা

১৪

বিএনপি মুক্তিযুদ্ধের দল : দুলু

১৫

সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধবিমানের দাপট, কী করবে জাপান

১৬

১৩ মাস পর ৬ জেলের কারামুক্তি, আবেগাপ্লুত স্বজনরা

১৭

আটা-ময়দা ফর্টিফিকেশন : অনুপুষ্টির অভাব দূরীকরণের এক সময়োপযোগী পদক্ষেপ

১৮

মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

১৯

বিপিএল : আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

২০
X