বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) পুরানা পল্টন এলাকায় সংগঠনের সভাপতি এস এম জিলানীর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, দ্বাদশ সংসদ বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি, যা মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ডা. জাহেদুল কবির জাহিদ, আব্দুল কুদ্দুস, নাসির উদ্দিন মোল্লা, এম জি মাসুম রাসেল, মো. মফিদুল আলম খান, ওয়াহিদুর রহমান বানী, সরদার মো. নুরুজ্জামান, সালমা সুলতানা সোমা, নেসার উদ্দিন সফি, গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্মসম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লা, আব্দুর রহিম হাওলাদার সেতু, নুরুল হুদা বাবু, জসীম উদ্দিন (জ.বি.), মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, মো. আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম মহসিন, সহসাধারণ সম্পাদক মো. রাসেল খান, মোর্শেদ আলম, সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন মল্লিক সাবু, শাহ আলম তপু, এএসএম সফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সহদপ্তর সম্পাদক মো. ওসমান গনি, সহসমাজ সেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ,
আরও উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের বাবু, মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক হারুন অর রশিদ, শিল্প সম্পাদক নুরুল আলম বিপ্লব, সহশিল্প সম্পাদক ইব্রাহীম ভুইয়া সাগর, কৃষিবিষয়ক সম্পাদক আলাউদ্দিন খান, সহক্রীড়া সম্পাদক মো. জিল্লুর রহমান, সহ ধর্ম সম্পাদক অপূর্ব হালদার, যোগাযোগ সম্পাদক আব্দুল আলীম, সহযোগাযোগ সম্পাদক আমজাদ হোসেন শাহাদাৎ, সদস্য মো রেজাউল করীম (জ.বি), মো. তুহিন সরকার, আহসান উল্লাহ হাসান ও সাবেক সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহীন প্রমুখ।
মন্তব্য করুন