ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুকে অব্যাহতি দিয়ে যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিমকে দলের নতুন সদস্য সচিব করা হয়েছে। আগামী সম্মেলন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
এছাড়া রিজুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল কর্মকাণ্ড থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ভাসানী অনুসারী পরিষদের নীতি-নির্ধারণী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সভায় সভাপতিত্ব করেন।
তিনি কালবেলাকে জানান, হাবিবুর রহমান রিজুর আবেদনের প্রেক্ষিতে দলের জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাকে অব্যাহতি দিয়ে যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিমকে নতুন সদস্য সচিব করা হয়েছে।
মন্তব্য করুন