কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি রোধে সিঙ্গাপুরের মডেল অনুসরণের দাবি স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের 

রাজধানীর বিজয় সরণিস্থ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর বিজয় সরণিস্থ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের নেতারা। ছবি : কালবেলা

দেশে দুর্নীতি ও অপরাজনীতি চলছে অভিযোগ করে তা থেকে উত্তরণে সিঙ্গাপুরের মডেল অনুসরণ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদের নেতারা।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর বিজয় সরণিস্থ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহিম বলেন, যেই বিশেষ পদ্ধতি অনুসরণ করে এবং যে সকল গুণাবলির কারণে সিঙ্গাপুর কর্তৃপক্ষ দেশটির বর্তমান প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছেন, সেইভাবে আমাদের দেশেও নেতৃত্ব নির্বাচন করতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে শোষণ, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সার্বজনীন মুক্তির অঙ্গীকার নিয়ে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় জাতির সূর্যসন্তানদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এই লড়াইয়ে আমার পরিবার থেকেও তিনজন শহীদ হন। একজন আমার পিতা আব্দুল কাদের এবং আমার দুই মামা ইসহাক ও এলেক। তাই এই দিনটি আমার ও বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই মহান দিবসে সর্বস্তরের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে স্বাধীনতার লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলার মাটিতে বাস্তবায়নের জন্য লড়াই-সংগ্রামের আহ্বান জানাচ্ছি।

আব্দুর রহিম বলেন, দেশবাসীকে এই মহান দিবসে আন্তরিকতার সঙ্গে রাজনৈতিক ঘোষণা ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি যে, দেশের গণতন্ত্র, ন্যায় বিচার, নাগরিকের মৌলিক অধিকার ও জাতীয় স্বার্থ সুরক্ষায় ঐক্য, যোগ্য নেতৃত্ব, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আপসহীন থাকবে। সেইসঙ্গে এই লড়াইয়ে দল-মত-সংগঠন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।

ঐক্য পরিষদের এই চেয়ারম্যান বলেন, মানুষের অধিকার ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। সারা দেশ থেকে সৎ ও ভালো মানুষ- যারা সংসদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করেছে বা করবে, তাদেরকে নিয়েই অভিষ্ঠ লক্ষ্য অর্জনে কাজ করাই ঐক্য পরিষদের মূল লক্ষ্য। সকল সংকট কাটিয়ে আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে ৩০০ আসনে সৎ ও যোগ্য প্রার্থীদের নিয়ে একটি প্যানেল করা হচ্ছে। উক্ত প্যানেলকে নির্বাচিত করে দেশে সুশাসন ও মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন, মেজর জেনারেল (অব.) আমসা আমিন, অ্যাডভোকেট নূরতাজ আরা ঔশী, গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মো. ফারুক হাসান, সাবেক কর কমিশনার আসাদুজ্জামান, কর্নেল (অব.) জোবায়ের উল্লাহ, ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আয়নূল হক, ডা. শামসুল আলম প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জানাজা কখন, পড়াবেন যিনি

আজ ছুটির আওতায় থাকছে না যেসব প্রতিষ্ঠান 

খালেদা জিয়ার জানাজা / রাজধানীর যেসব এলাকায় সকাল ৮টা থেকে যান চলাচল সীমিত থাকবে

নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শীতের প্রকোপ কবে কমবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল পিপলস যুব পার্টির শোক  

খালেদা জিয়ার ইন্তেকালে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের শোক

বেগম খালেদা জিয়া : বিদায় হে আপসহীন দেশনেত্রী

১০

খালেদা জিয়ার মৃত্যুতে ডিক্যাবের শোক

১১

কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা ইনকিলাব মঞ্চের

১২

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি 

১৩

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে নিউমার্কেট বিএনপির দোয়া

১৪

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

১৫

গণতন্ত্র হারাল এক অভিভাবক, জাতির জন্য অপূরণীয় ক্ষতি : এ বি এম ওবায়দুল

১৬

প্রকৌশল খাতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য : আইইবি

১৭

রুমিন ফারহানাসহ যে ৯ জনকে বহিষ্কার করল বিএনপি

১৮

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যেসব সড়ক বন্ধ থাকবে 

১৯

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

২০
X