সরকারের ‘নতজানু পররাষ্ট্র নীতি’র কারণে বাংলাদেশ ন্যায্য হিৎসা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের কোনো আবদার মাটিতে পড়ে না, প্রত্যেকটি আবদারই পূরণ করতে হয় বর্তমান সরকারকে। সব দিয়ে দিলাম কিন্তু যেটা ন্যায্য পাওয়ার সেই তিস্তার পানি পেলেন না, সেই গঙ্গার পানি পাওয়া গেল না।
তিনি বলেন, বাংলাদেশ বাদ পড়ে গেছে ব্রিকস থেকে। এটা মানুষ মনে করে ভারত যদি চাইত বাংলাদেশ এই জোটের সদস্য হতে পারত, হতে পারেনি। এত প্রেম, এত মহব্বত কিন্তু ওইদিক থেকে পান না তারা (সরকার)।
রিজভী বলেন, সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়, জনগণের ভোটকে ভয় পায় তাই তাকে একটা শক্ত খুঁটির সঙ্গে বেঁধে থাকতে হয়। সেই শক্ত খুঁটি তিনি মনে করে পার্শ্ববর্তী দেশ। শক্ত খুঁটি মনে করে তিনি বাংলাদেশের মানুষকে ত্যাগ করেছে, তিনি ভোটারদের ত্যাগ করেছেন, তিনি গণতন্ত্রকে নির্বাচন দিয়েছেন, তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনকে ত্যাজ্য করেছেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরুর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিনের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হক, যুবদলের সাবেক নেতা খালেক হাওলাদার, এস এম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন