কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৯:১৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের দুপক্ষের হট্টগোল

প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের দুপক্ষের হট্টগোল। ছবি : সংগৃহীত
প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের দুপক্ষের হট্টগোল। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং রেজা কিবরিয়া নেতৃত্বাধীন কর্মীদের মধ্যে হট্টগোল হয়েছে। সোমবার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এই হট্টগোলের ঘটনা ঘটে।

‘ফ্যাসিবাদী সরকারের প্রেসক্রিপশনে রাজপথের আন্দোলন সংগ্রামে পরিচিত ও স্বীকৃত ক্রিয়াশীল দলসমূহকে বাদ দিয়ে অখ্যাত অপরিচিত দলকে নিবন্ধন প্রদানের প্রতিবাদ’ শিরোনামে সংবাদ সম্মেলন ডাকে প্রাথমিক বাছাইয়ের পর টিকলেও শেষ পর্যন্ত বাদ পড়া ১০ দলের ব্যানারে। সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের উভয় অংশকেই আমন্ত্রণ জানানো হয় এবং দুপক্ষের প্রতিনিধিরাই অংশ নেন।

জানা গেছে, গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন গণঅধিকার পরিষদের আরেক অংশ নুরপন্থিদের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ সময় সংবাদ সম্মেলনের সমন্বয়ক ও সঞ্চালক আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু উপস্থিত নেতাদের অনানুষ্ঠানিক বক্তব্য দিতে বলেন। মজিবুর রহমান প্রসঙ্গক্রমে রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে ‘একাংশ’ হিসেবে উল্লেখ করলে প্রতিবাদ জানান ফারুক হোসেন।

তারপর গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হকসহ অংশগ্রহণকারী দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত হলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরুর আগে কথা বলেন সঞ্চালক মজিবুর রহমান। তিনি বলেন, ‘আমরা কারও পক্ষ নিতে চাই না। তাই গণঅধিকার পরিষদের উভয়পক্ষকেই এই সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে যেন ভুল-বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেই আহ্বান জানান তিনি।’

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু হলে নুরুল হককে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করতে গিয়ে মজিবুর রহমান বলেন, ‘আমরা তো বলতে পারছি না একাংশের সভাপতি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হককে বলব বক্তব্য রাখার জন্য।’

এ সময় ফারুক হোসেন বলেন, ‘মঞ্জু (সঞ্চালক মজিবুর রহমান) ভাই, আমাদের আহ্বায়কের প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত আছি। আপনি ওইভাবে ইয়া কইরেন।’ তারপর নুরুল হক বক্তব্য দেন।

রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন বক্তব্য দেওয়ার সময় হট্টগোল বেধে যায়।

সঞ্চালক মজিবুর রহমান বলেন, ‘আমি এখন ফারুক হোসেনকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি।’ এ কথা বলতেই নুরুল হক বলেন, ‘পরিচিত দলগুলোকে বাদ দিয়ে অপরিচিত দলকে নিবন্ধন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন এই পর্যন্ত শেষ করলাম।’ এই কথা বলার পর নুরুল হক চলে যেতে উদ্যত হন। তখন হট্টগোল বেধে যায়।

হট্টগোলের কারণে ফারুক হোসেন বক্তব্য দিতে পারেননি। তাকে বলতে শোনা যায়, ‘গণঅধিকার পরিষদের আহ্বায়ক অসুস্থতার কারণে দেশের বাইরে রয়েছেন। তার প্রতিনিধি হিসেবে এখানে এসেছি।’

হট্টগোল নিয়ন্ত্রণে সঞ্চালক মাইকের নিয়ন্ত্রণ নেন। সঞ্চালক বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে সবাইকে কথা বলতে দিতে হবে। গণতন্ত্রের মূল্যবোধ রক্ষা করুন। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের এত সুন্দর অনুষ্ঠানকে আপনারা নষ্ট করবেন না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X