কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১১:৪৭ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এটা পদযাত্রা নয়, জয়যাত্রা : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

পূর্বঘোষিত একদফার পদযাত্রা কর্মসূচি শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির এ কর্মসূচি উদ্বোধন করেন। তিনি বলেন, এটা শুধু পদযাত্রা নয়, এটা জয়যাত্রা। আমাদের অধিকার আদায়ের লক্ষ্যের যাত্রা এটি।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গাবতলীতে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের অধিকার, ভোটের অধিকার, মাঠের অধিকার ও বেঁচে থাকার অধিকার হরণকারী এই শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আজকে সারা দেশে পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে। এটা শুধু পদযাত্রা নয়, এটা জয়যাত্রা। আমাদের অধিকার আদায়ের লক্ষ্যের যাত্রা এটি।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) বলছে ২০২৩ সালের শেষে অথবা ২৪ সালের প্রথমে নির্বাচন করবে, এ জন্য তারাও একটি দফাও ঘোষণা করেছে। আমরা ঘোষণা করেছি, এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।

ঢাকা-১৭ আসনের নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গতকাল সোমবার (১৭ জুলাই) ঢাকায় নির্বাচন কমিশন (ইসি) উপনির্বাচনের তামাশা খেলেছে। সেই উপনির্বাচনে ভোটারদের নিতে পারেনি। ইসির হিসাব মতে, মাত্র ১১ শতাংশ ভোট পড়েছে। এসব তামাশা করে আর কোনো লাভ হবে না।

বর্তমান সরকার অসৎ ব্যবসায়ীদের সরকার উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, যারা জনগণকে লুট করে নিচ্ছে, যারা এলএনজি ও বিদ্যুতের দাম বাড়ায়, হাজার হাজার টাকা লুট করে নিয়ে দেশের বাইরে বাড়ি বানায় তাদের জন্য এই সরকার।

তিনি আরও বলেন, আমাদের একদফা এক দাবি, আগে পদত্যাগ করতে হবে; পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে। এরপর নিরপেক্ষ-নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন করে জনগণ ক্ষমতায় আসতে চায়। তাই জনগণের দাবি আদায় করে নিতে হবে।

পদযাত্রার যাত্রাপথ হলো : গাবতলী - টেকনিক্যাল মোড় - মিরপুর-১ - মিরপুর-১০ নং গোলচত্বর-কাজীপাড়া-শেওড়াপাড়া - তালতলা (আগারগাঁও) -বিজয় সরণি - কাওরান বাজার - এফডিসি - মগবাজার - মালিবাগ - কাকরাইল - নয়াপল্টন (বিএনপি অফিস) - ফকিরাপুল - মতিঝিল (শাপলা চত্বর) -ইত্তেফাক মোড় - দয়াগঞ্জ - রায়সাহেব বাজার মোড়।

এ ছাড়া বুধবার (১৯ জুলাই) একই সময়ে উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রা শুরু করে পদযাত্রাটি বিভিন্ন রুট হয়ে যাত্রাবাড়ী পৌঁছাবে বিকেল ৪টায়।

বুধবারের পদযাত্রার পথ : আব্দুল্লাহপুর - বিমানবন্দর - কুড়িল বিশ্বরোড - নতুন বাজার - বাড্ডা - রামপুরা ব্রিজ - আবুল হোটেল -খিলগাঁও - বাসাবো - মুগদাপাড়া - সায়েদাবাদ - যাত্রাবাড়ী (চৌরাস্তা)।

এই কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনও রয়েছে- গণতন্ত্র মঞ্চ : মঙ্গলবার বেলা ১১টায় মিরপুর-১২ নম্বর থেকে এবং বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করবে।

১২ দলীয় জোট : মঙ্গলবার দুপুর আড়াইটায় কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এবং বুধবার বিকেল ৩টায় কমলাপুর স্টেডিয়াম থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করবে।

জাতীয়তাবাদী সমমনা জোট : মঙ্গলবার দুপুর ১২টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত পদযাত্রা করবে।

গণঅধিকার পরিষদ (নুর): মঙ্গলবার বিকাল ৪টায় পুরানা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করবে।

এলডিপি : বেলা ১১টায় রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন হয়ে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা করবে।

গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টি : বিকেল তিনটায় মতিঝিলের আরামবাগে গণফোরাম কার্যালয় থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করবে।

লেবার পার্টি : মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব হয়ে টিকাটুলি এবং বুধবার বেলা ১১টায় পুরানা পল্টন থেকে মানিকনগর পর্যন্ত পদযাত্রা করবে।

গণতান্ত্রিক বাম ঐক্য : মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ হয়ে ধানমন্ডি পর্যন্ত পদযাত্রা করবে।

সাধারণ ছাত্র অধিকার পরিষদ : বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১০

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১১

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১২

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৩

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৫

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৬

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৭

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৮

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৯

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

২০
X