কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর যাওয়ার সময় হয়েছে : দুদু

কারাবন্দি সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় বক্তব্যে দেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
কারাবন্দি সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় বক্তব্যে দেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আইনের ভাষায় তিনি প্রধানমন্ত্রী নন। তিনি (প্রধানমন্ত্রী) দাবি করেছেন তাকে উৎখাত করা হবে অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে। তিনি এটা বুঝতে পেরেছেন, অনুভব করেছেন তাকে এখন যেতে হবে। কখন কীভাবে যাবেন তিনি যদি নির্ধারণ করেন তাহলে বিষয়টি সহজ হবে।

দুদু বলেন, তিনি (প্রধানমন্ত্রী) পদত্যাগ করলে গত ১৫ বছরের যে জঞ্জাল যে লুটপাট যে নির্মমতা সেটার অবসান ঘটবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের পথ সুগম হবে। একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যারা জনপ্রিয় জনগণ যাদের চায় তাদের তারা ক্ষমতা নিয়ে আসবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ কারাবন্দি সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ওনার (প্রধানমন্ত্রীর) কথায় মনে হচ্ছে বাংলাদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। উনি বলতে চাইছেন তারপরে কে? এটাতো তার নির্ধারণ করার দরকার নাই। তার দল নির্বাচনে যাবে জনগণই নির্ধারণ করবে এ ফ্যাসিবাদের পরে কারা কারা ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। এটা ভাবা যায় না সারা বিশ্বের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দেড় লাখ মামলায় ৫০ লাকের অধিক বিরোধীদলের নেতাকর্মী আসামি।

আন্দোলনেই সফলতা আসবে দাবি করে দুদু বলেন, বাংলাদেশের রাজনীতি এমন একটি পর্যায়ে চলে গেছে এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আন্দোলন করতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সফলতা আসবে। আন্দোলন চলছে আন্দোলন চলবে। এ ফ্যাসিবাদ সরকারকে আমরা যতদিন পর্যন্ত পরাজিত করতে না পারব, পদত্যাগ করতে বাধ্য যতদিন পর্যন্ত আমরা করতে না পারব ততদিন এ আন্দোলন চলবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এরশাদবিরোধী আন্দোলনের মহানায়ক। তিনি শুধু দক্ষিণ-পূর্ব এশিয়া নয়, সারা বিশ্বে তিনি গণতন্ত্রের মাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। আপনি তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন এবং তার প্রাপ্য জামিন না দিয়ে দণ্ডকে দ্বিগুণ করেছেন। এখন তিনি কারাগারে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন। মাঝে মাঝে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আমাদের দলের নেতার উদ্দেশ্যে বলেন সাহস থাকলে দেশে আসুন। আপনাদের যদি এতই সাহস হয়ে থাকে তাহলে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। বাপের বেটি যদি আপনি হন এবং বাপের বেটা যদি ওবায়দুল কাদের হয়ে থাকেন একটু আসেন না কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করি।

সংগঠনের উপদেষ্টা নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

রিকশাচালকের পা ভেঙে দেওয়া সেই পুলিশ সদস্যকে প্রত্যাহার

ধানের বাম্পার ফলনের পরও হতাশ কৃষক

হোয়াটসঅ্যাপে প্রতারণা এড়াতে যা করবেন

বাঁশ-দড়ি বেয়ে মসজিদে যান ১১৫ বছর বয়সী অন্ধ মোয়াজ্জিন

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৩ স্প্যানিশ পর্যটকসহ নিহত ৪

সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে স্নাতক পাসে চাকরি

মেসির সেই ন্যাপকিন কত দামে বিক্রি?

হাইকোর্টের আদেশ সত্ত্বেও যুদ্ধাপরাধীর নামে থাকা স্কুলের নাম বহাল

১০

ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ

১১

আজ ঢাকার যেসব এলাকায় গ্যাস কম থাকবে

১২

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

চাঁদপুরে একদিনেই মারা গেলেন ৩ বীর মুক্তিযোদ্ধা

১৫

১৮ মে : আজকের নামাজের সময়সূচি

১৬

হামাসের সুড়ঙ্গ থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

১৭

মিছিলে গিয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যু

১৮

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

১৯

সকাল ৯টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X